ওষুধ দোকানের ব্যক্তিগত চেম্বারে মহিলাকর্মীর সঙ্গে এক চিকিৎসকের সঙ্গমের দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় উত্তেজনা নদিয়ার রানাঘাটের শান্তিপুরে। ইতিমধ্যে ওই ওষুধ দোকানের মালিক এবং বাড়িমালিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই চিকিৎসক এবং মহিলাকর্মী গা ঢাকা দিয়েছেন। ওই দু’জনের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়েরা।
স্থানীয় সূত্রে খবর, এলাকার সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সপ্তাহে নিয়ম করে চেম্বার করতেন শান্তিপুরে একটি ওষুধ দোকানে। সম্প্রতি ওই চিকিৎসক এবং মহিলাকর্মীর সঙ্গমের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয় হইচই (ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। অভিযোগ, নিজের চেম্বারেই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হন চিকিৎসক। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে সরকারি চিকিৎসক পলাতক। খোঁজ মিলছে না ওই মহিলারও।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রোগী দেখার নামে ওই চেম্বারে দীর্ঘ দিন ধরে ‘অশ্লীল কাজকর্ম’ করতেন চিকিৎসক। আর তাঁকে সাহায্য করতেন ওই ওষুধ দোকানের মালিক এবং তাঁর স্ত্রী। দিন কয়েক আগে চিকিৎসক এবং তাঁর অ্যাটেনডেন্টের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ার পরে সোমবার উত্তেজিত জনতা ওই ওষুধ দোকান বন্ধ করার জন্য দফায় দফায় গিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ওই চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কয়েক জন রোগিণীর অভিযোগ, তাঁদের সঙ্গে ‘খারাপ কথাবার্তা’ বলেছেন চিকিৎসক। মহিলাকর্মীর সঙ্গে চিকিৎসকের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ওই চিকিৎসক এবং যে বাড়িতে ওষুধের দোকানটি রয়েছে, তার মালিককে গ্রেফতার করার দাবি জানান স্থানীয়েরা। সোমবার সকাল থেকে বিক্ষোভ করেন এলাকাবাসী। আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। একটি লিখিত অভিযোগের ভিত্তিতে বাড়িমালিক এবং ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসকের খোঁজ পাওয়া যায়নি।