ফাইল চিত্র।
দক্ষিণবঙ্গে বর্ষা কি একেবারে দোরগোড়ায়? কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের চেহারা সেই আভাসই দিচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ মহানগরে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এক-দু’দিনের মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। গত ১১ জুন দক্ষিণে বর্ষা আগমনের স্বাভাবিক সময় ছিল।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। যার জেরে গরম থেকে স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে। গত কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দহনজ্বালা থেকে খানিকটা মুক্তি মিলেছে ।
এ বার নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। বৃহস্পতিবার উত্তরের আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy