বিধানসভায় চারটি বিল আনতে চলেছে রাজ্য সরকার। আগামী ১৯ এবং ২০ মার্চ, অর্থাৎ পরের সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার ওই চারটি বিল আনা হবে। ওই দু’দিন দলের সব বিধায়ককে বিধানসভায় হাজির থাকতে হবে জানিয়ে হুইপ জারি করতে চলেছে তৃণমূল পরিষদীয় দল।
তৃণমূল সূত্রে খবর, ১৯ এবং ২০ মার্চ শিক্ষা, অর্থ ও নগরোন্নয়ন নিয়ে মোট চারটি বিল আনা হবে। ওই বিলগুলি পাশ করাতে বদ্ধপরিকর তৃণমূল পরিষদীয় দল। তাই দলের তরফে তিন লাইনের বিশেষ হুইপ জারি করবেন মুখ্যসচেতক নির্মল ঘোষ।
হুইপ জারির অর্থ, ওই দু’দিন বিধানসভায় উপস্থিত থাকতেই হবে সব বিধায়ককে। হুইপ অমান্য করে যদি কোনও বিধায়ক গরহাজির থাকেন ওই দু’দিন, তা হলে তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।