Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Mohanpur

নতুন সাজে বিদ্যালয়, উদ্বোধনে জেলাশাসক

এছাড়া শ্রীরামপুর-কড়াখিয়া বিরসা মুণ্ডা মুক্ত মঞ্চ ও শ্রীরামপুর শিবালয় মন্দির থেকে কড়াখিয়া সংযোগকারী রাস্তার উদ্বোধন হয় বুধবার।

নতুন রূপে স্কুল ভবন। নিজস্ব চিত্র

নতুন রূপে স্কুল ভবন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মোহনপুর শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ০১:৫৯
Share: Save:

করোনা পর্বে দীর্ঘদিন বন্ধ স্কুল। তার মাঝেই মোহনপুরের বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনে যোগ দিল পড়ুয়ারা। বুধবার এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক রশ্মি কমল। এ দিনই মোহনপুর বাজারে বিদ্যাসাগর দৈনিক মার্কেটের ছাউনি ও বিদ্যাসাগর নার্সারি, শিশু উদ্যান ও ফুটবল ময়দানের উদ্বোধনও করেন তিনি।

এছাড়া শ্রীরামপুর-কড়াখিয়া বিরসা মুণ্ডা মুক্ত মঞ্চ ও শ্রীরামপুর শিবালয় মন্দির থেকে কড়াখিয়া সংযোগকারী রাস্তার উদ্বোধন হয় বুধবার। সেগুলি অবশ্য স্থানীয়ভাবে উদ্বোধন হয়েছে। সেগুলিতে জেলাশাসক ছিলেন না। বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয়টির ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল। সেই ভবনকেই ট্রেনের কামরার আদলে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। সেজেছে পাশে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও সামনের মাঠটিও।

এ দিন নতুন স্কুল ভবন উদ্বোধনের পর জেলাশাসক বলেন ‘‘ভবন যদি আকর্ষণীয় হয় তবে পড়ুয়াদের বিদ্যালয়ে আসতে কোনও অনীহা থাকবে না। সেই কারণেই তাদের মনের মতো করে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয়টিকে।’’ নতুন রূপে বিদ্যালয়টি সাজিয়ে তোলার জন্য তিনি ধন্যবাদ জানান বিডিও রাজীব দত্ত চৌধুরীকে।

বিডিও রাজীব দত্ত বলেন, ‘‘এলাকার দীর্ঘদিনের দাবি মতো বিভিন্ন তহবিল থেকে শিশু উদ্যান, ফুটবল ময়দান, মার্কেটের ছাউনি ও স্কুল ভবন গড়ে তোলা হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Mohanpur District Magistrate School inauguration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE