Advertisement
১১ জানুয়ারি ২০২৫
West Bengal Lockdown

চাল, আলু বিলিতে ঝুঁকি এড়াতে নির্দেশ

পরনে স্কুলের পোশাক। হাতে ব্যাগ। প্রথম দফায় চাল-আলু বিলিতে জেলার অনেক স্কুলে ভিড় জমাতে দেখা গিয়েছিল পড়ুয়াদের।

চাল-আলু নিতে গতবার স্কুলে এসেছিল পড়ুয়ারাও। ফাইল চিত্র

চাল-আলু নিতে গতবার স্কুলে এসেছিল পড়ুয়ারাও। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০০:৪০
Share: Save:

যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই স্কুলে চাল-আলু বিলি করতে হবে। বিধি মানায় ‘ফাঁক’ রেখে বিপদের আশঙ্কা তৈরি করা যাবে না। এমনই বার্তা দিয়েছে জেলা প্রশাসন।

পরনে স্কুলের পোশাক। হাতে ব্যাগ। প্রথম দফায় চাল-আলু বিলিতে জেলার অনেক স্কুলে ভিড় জমাতে দেখা গিয়েছিল পড়ুয়াদের। ওই ভিড় দেখে করোনা সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। দ্বিতীয় দফায় ফের মিড ডে মিলের চাল-আলু বিলি শুরু হতে চলেছে। এ বার স্কুলগুলিকে তাই জেলা প্রশাসনের স্পষ্ট নির্দেশ, কোনওভাবেই চালু, আলু পড়ুয়াদের দেওয়া যাবে না। দিতে হবে তাদের অভিভাবকদেরই।

সুষ্ঠুভাবে চাল, আলু বিলি করতে বুধবার জেলায় এক ভিডিয়ো বৈঠক হয়েছে। ব্লকগুলির সঙ্গে জেলার ওই বৈঠক হয়েছে। জেলার তরফে বৈঠকে ছিলেন সমগ্র শিক্ষা অভিযানের ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার (ডিপিও) সৌমনা বন্দ্যোপাধ্যায়, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) চাপেশ্বর সর্দার, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) তরুণ সরকার প্রমুখ। ব্লকের তরফে বৈঠকে ছিলেন বিডিও, অবর বিদ্যালয় পরিদর্শক (এসআই), ব্লক সুসংহত শিশুবিকাশ প্রকল্প আধিকারিক (সিডিপিও) প্রমুখ। বৈঠকেই ওই নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘গতবার কিছু স্কুলে চাল, আলু নিতে ভিড় জমিয়েছিল পড়ুয়ারা। অথচ, নির্দেশিকায় জানানো হয়েছিল, এ ক্ষেত্রে অভিভাবকদেরই আসতে হবে। এ বারও তাই বলা হচ্ছে। এ বার যাতে ওই নির্দেশ ঠিকঠাকভাবে কার্যকর হয় তা দেখা হচ্ছে।’’ তাঁর সংযোজন, ‘‘স্কুলগুলিকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। এ জন্য ব্লকগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’’

মিড-ডে মিলে বিধি-নিষেধ

• ১৮ এপ্রিলের মধ্যে স্কুল চাল সংগ্রহ করবে সংশ্লিষ্ট ডিলারের থেকে
• ১৮ এপ্রিলের মধ্যে আলু কিনতে হবে খোলাবাজার থেকে, ১৮ টাকা কেজি দরে
• ১৯ এপ্রিলের মধ্যে চাল-আলু প্যাকেটবন্দির কাজ শেষ করতে হবে
• বিলি করতে হবে ২০ থেকে ৩০ এপ্রিলের মধ্যে
• পড়ুয়াপিছু বিলি হবে ৩ কিলো চাল ও ৩ কিলো আলু
• স্কুলে এসে তা নিয়ে যাবেন অভিভাবকেরা
• এক জায়গায় ৭ জনের বেশি অভিভাবককে একত্রিত করা যাবে না
• অবশ্যই এক মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে
• পরতে হবে মাস্ক, ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজ়ার

কবে, কোন ক্লাস

• ২০ এপ্রিল- প্রথম এবং পঞ্চম
• ২১ এপ্রিল- দ্বিতীয় এবং ষষ্ঠ
• ২২ এপ্রিল- তৃতীয় এবং সপ্তম
• ২৩ এপ্রিল- চতুর্থ এবং অষ্টম
• ২৪ এপ্রিল- প্রাক্ প্রাথমিক
(তথ্যসূত্র: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন)

প্রথম দফায় মিড ডে মিলের উপভোক্তা পড়ুয়াপিছু ২ কিলো করে চাল ও ২ কিলো করে আলু বরাদ্দ হয়েছিল। ছুটি বেড়েছে। এ বার বরাদ্দের পরিমাণ বাড়ছে। জেলা প্রশাসনের এক সূত্রে খবর, এ বার ৩ কিলো করে চাল ও ৩ কিলো করে আলু বিলি হবে। এ জন্য স্কুলগুলিকে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। ২০ থেকে ৩০ এপ্রিলের মধ্যে চাল, আলু বিলি করতে হবে। কবে, কখন, কোন শ্রেণির জন্য বিলি হবে তা স্কুল অভিভাবকদের জানিয়ে দেবে।

দিনক্ষণ চূড়ান্ত করে জেলা থেকে ব্লকগুলিতে নির্দেশিকাও পাঠানো হয়েছে। জেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, বিলিবন্টনের সময়ে কোনওভাবেই এক জায়গায় ৭ জনের বেশি অভিভাবককে একত্রিত করা যাবে না। স্কুলে চাল আসবে সরকারের ঘর থেকেই। সংশ্লিষ্ট ডিলারের থেকে চাল সংগ্রহ করবে স্কুল। আর আলু কিনে নিতে হবে খোলাবাজার থেকেই। আলু কেনার জন্য মিড ডে মিলের তহবিল ব্যবহার করতে পারবে স্কুল। সুষ্ঠুভাবে চাল, আলু বিলিবন্টনে ব্লক প্রশাসন, পুলিশের সহযোগিতা নেওয়া যাবে। এক মিটার সামাজিক দূরত্ব বজায় সহ প্রয়োজনীয় সমস্ত রকম সতর্কতার সঙ্গে চাল, আলু বিলির কাজটি করতে হবে। বিলির সময়ে খাতায় প্রত্যেক অভিভাবকের সই করাতে হবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘সামাজিক দূরত্বের বিধি মানার কথা স্কুলগুলিকে আরও স্পষ্টভাবে জানানো হয়েছে। অনিয়ম দেখলে ব্যবস্থা নেওয়া হবে।’’ করোনা সতর্কতায় সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরার এবং হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য বিষয়গুলি:

West Bengal Lockdown Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy