হাত ধুচ্ছেন শ্রমিকেরা। নিজস্ব চিত্র
কারও মুখে মাস্ক, কারও আবার গামছাতেই নাক-মুখ ঢাকা। কোদাল হাতে নেওয়ার আগে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের হ্যান্ডওয়াশ হাতে নিয়ে কনুই পর্যন্ত ধুয়ে নিচ্ছেন তাঁরা। আবার কাজের বিরতিতে জিরিয়ে নেওয়ার সময়ও ফের হাত ধোয়া, নয়তো স্যানিটাইজ়ার নিয়ে হাতের তালু থেকে কনুই পর্যন্ত মেখে নেওয়া। গড়বেতা ২, অর্থাৎ গোয়ালতোড় ব্লকে ফের শুরু হয়েছে এনআরইজিএ’র কাজ। একশো দিনের প্রকল্পে শ্রমিকরা বিধি মেনেই কাজ করছেন, দাবি ব্লক প্রশাসনের।
পাথরপাড়ায় পুকুর খননের কাজ করার ফাঁকে অরুণ মাহাতো, ছবি মাহাতোরা বলছিলেন, ‘‘এখন করোনার জন্য সবসময় সতর্ক থাকতে হবে। ব্লক প্রশাসন থেকে আমাদের মুখ ঢেকে দূরত্ব বজায় রেখে কাজ করতে বলা হয়েছে। মাঝে মধ্যেই সাবান, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুচ্ছি।’’ শুধু পাথরপাড়া নয়, গোয়ালতোড় ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই এনআরইজিএ’তে একশো দিনের কাজ শুরু হয়েছে চলতি মাস থেকে। কোথাও পুকুর কাটা, কোথাও আবার জমি সমতল করার কাজ চলছে। গৃহনির্মাণ প্রকল্পেও এনআরইজিএ’র ভাগে যে কাজ হয়, তা-ও শুরু হয়েছে কয়েকটি পঞ্চায়েতে।
প্রতি ক্ষেত্রেই প্রকল্পের কাজে যাতে স্বাস্থ্যবিধি মানা হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছে ব্লক প্রশাসন। ব্লকের প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার (জেপিও) সমিত ঘোষ বলেন, ‘‘ব্লকের ১০টি পঞ্চায়েতেই একশো দিনের কাজ শুরু হয়েছে। সোমবার পর্যন্ত ১৮২৪ জন জবকার্ডধারী এই প্রকল্পের কাজে যুক্ত হয়েছেন। এখন পুকুর কাটা ও সংষ্কার, জমি সমতল করার কাজ চলছে।’’ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখন জিরাপাড়া অঞ্চলে সর্বাধিক ৩৮১ জন শ্রমিক এই কাজে যুক্ত হয়েছেন, পাথরপাড়া অঞ্চলে কাজ করছেন ৩৫৬ জন।
লকডাউনে কাজ হারানো খেটে খাওয়া মানুষদের মুখে হাসি ফোটাচ্ছে একশো দিনের প্রকল্প। আগ্রহ ভরেই শ্রমিকেরা সাতসকালে কোদাল, ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন কাজে। সরকারি নির্দেশিকা মেনে মুখে মাস্ক বা গামছা বাঁধতেও ভুলছেন না তাঁরা। জিরাপাড়ার ভূষণ সিংহ, সমীর মাহাতোরা বলেন, ‘‘এই পরিস্থিতিতে কিছু নিয়ম তো মানতেই হবে। আমরাও নিয়ম মেনেই কাজে নামছি।’’ বিডিও সোফিয়া আব্বাস বলেন, ‘‘স্বাস্থ্যবিধি মেনে মুখ ঢেকে শ্রমিকেরা যাতে কাজে নামেন, সে জন্য প্রতিটি পঞ্চায়েতকে আমরা দেখতে বলেছি। আমরাও নজরদারি চালাচ্ছি।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy