টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। নিজস্ব চিত্র।
কাঁথি পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে কাঁথি পুরসভার একাধিক ওয়ার্ডে। রবিবার দফায় দফায় পুরসভার একাধিক ওয়ার্ডে প্রার্থী বদলের দাবি নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। পুরসভার ১, ৪, ৫ ও ১১নং ওয়ার্ডে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। এমনকি রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয়। এর ফলে শহরের বিভিন্ন এলাকায় যানজটেরও সৃষ্টি হয়। তৃণমূল নেতৃত্বের পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন।
প্রার্থী বদল না হলে তাঁরা ভোট বয়কটের পথে নামবেন বলেও দাবি বিক্ষোভকারীদের। তাঁদের বিক্ষোভে চাপানউতোর তৈরি হয়েছে কাঁথির রাজনৈতিক পরিস্থিতিতেও।
সূত্র অনুযায়ী খবর, কাঁথি পুরসভায় গোষ্ঠী কোন্দল জারি থাকায় সোমবার দলের প্রার্থীদের মনোনয়ন হচ্ছে না। যদিও যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির দাবি, প্রার্থীদের নামে দলীয় প্রতীক এসে পৌঁছায়নি বলেই সোমবার মনোনয়ন হচ্ছে না। যদিও তমলুকের বিধায়ক তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, জেলা সদর তাম্রলিপ্ত পুরসভায় তৃণমূলের ২০ জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়ন জমা করছেন।
তবে কাঁথির গেরুয়া শিবির এই পরিস্থিতিকে কাজে লাগাতে মাঠে নেমেছে বলেও কানাঘুষোয় শোনা যাচ্ছে। প্রার্থী নিয়ে ঘাসফুল শিবিরে যে অসন্তোষ দেখা গেছে, তা নিয়ে জেতার বিষয়ে গেরুয়া শিবির অনেকটাই আশাবাদী বলেও সূত্রের খবর।
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিতের বলেন, ‘‘কাঁথি পুরসভা এবার বিজেপির দখলে যাচ্ছে বলে আমরা পুরোপুরি নিশ্চিত। পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ৩ থেকে ৪টি আসন বাদ দিলে বাকি আসন বিজেপির হাতে রয়েছে।’’ কাঁথিতে বিজেপি রাজনৈতিক ভাবে ভালো অবস্থানে রয়েছে এবং পুরনির্বাচনের ফল প্রকাশ হলে তা বোঝা যাবে বলেও তাঁর দাবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy