দু’জনেই মেদিনীপুরের ভূমিপুত্র। রাজনীতিতে প্রতিপক্ষও বটে। বিদ্যাসাগরের জন্মের দুশো বছর উদ্যাপনের আগে ভূমিপুত্র মনীষীকে নিয়েও তাই উস্কে গেল রাজনীতির টক্কর। সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিদ্যাসাগর-মন্তব্যের বেশ কয়েক মাস পরে নতুন করে সেই প্রসঙ্গ তুলে প্রতিপক্ষ নেতাকে বিঁধে গেলেন তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিদ্যাসাগর সহজপাঠের জন্য বিখ্যাত—ক’মাস আগে এমনই মন্তব্য করেছিলেন দিলীপ। রবিবার মেদিনীপুরে বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের এক অনুষ্ঠানে এসে শুভেন্দুর খোঁচা, ‘‘কেউ কেউ তো বিদ্যাসাগর সম্পর্কে জানেন না। কেউ বলছেন, সহজপাঠের জন্য না কি বিখ্যাত উনি। বিদ্যাসাগর বর্ণপরিচয়ের জন্য বিখ্যাত।’’ মেদিনীপুরে বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু।
বস্তুত, ক’মাস আগে বিদ্যাসাগর প্রসঙ্গে দিলীপের মম্তব্যের পরে নানা মহল থেকে তাঁকে কটাক্ষ করা হয়েছিল। তৃণমূলের নেতা-কর্মীরা বলেন, বর্ণপরিচয়ের স্রষ্টা যে সহজপাঠ লেখেননি তা জানা ছিল না দিলীপ ঘোষের। জানা থাকলে তিনি কখনওই ওই মন্তব্য করতেন না। দিলীপের অবশ্য জবাব, ‘‘শুভেন্দুবাবুর এই বক্তব্যের প্রেক্ষিতে আমি কিছুই বলব না। করব। বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করেই এর জবাব দেব দিলীপ।’’
ব্যাঙ্কের উদ্যোগে আগামী ডিসেম্বরে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উদযাপন করা হবে বলে ঘোষণা করেন শুভেন্দু। এ দিন সভায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘বিদ্যাসাগরের নামে এই ব্যাঙ্ক। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। আমরা ডিসেম্বর মাসে ব্যাঙ্কের পক্ষ থেকে দু’দিন ধরে মেদিনীপুরে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উদ্যাপন করব।’’ একই সঙ্গে তিিন বলেন, ‘‘নিস্ক্রিয় সমবায় সমিতিগুলিকে চিহ্ণিত করে ফেলেছি। আগেও সতর্ক করেছি। ব্যবস্থা নেব।’’