জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধনে আমন্ত্রণ পেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য দেখানোর প্রশ্ন নেই বলে আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার আমন্ত্রণ পাওয়ার পরেও তিনি নিজের অবস্থানে অনড়। উল্টে বিরোধী দলনেতা ধাম এবং মন্দির বিতর্ক নিয়ে রবিবার ফের মমতাকে কটাক্ষ করেছেন। রাজ্যের সংস্থা ‘হিডকো’র ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদীকে সমাজমাধ্যমে ‘ট্যাগ’ করে পাল্টা চিঠিও পাঠাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। শুভেন্দুর দাবি, পারলে মন্দির লিখে তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হোক।
এ দিন নন্দীগ্রামে শুভেন্দু বলেন, ‘‘হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী আমাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন। লেখা রয়েছে, জগন্নাথ ধাম, দিঘা। অথচ সরকারি নথিতে লেখা আছে সংস্কৃতি চর্চা কেন্দ্র। যে হেতু সরকারি টাকায় তৈরি হয়েছে, তাই মন্দির লিখতে পারবে না।’’ এর পরেই শুভেন্দু বলেন, ‘‘জগন্নাথ ধামের সঙ্গে মন্দির লিখে আমাকে আর একটা নিমন্ত্রণপত্র পাঠান। আমি হিন্দুর ছেলে, মন্দির উদ্বোধনে ডাকলে ভেবে দেখব।’’
জগন্নাথ ধাম উদ্বোধনের জন্য লাগানো আলোক-তোরণ ঝড়ে ভেঙে পড়ে এক জন আহত হন। দিনকয়েক আগে এক শ্রমিকও পড়ে গুরুতর আহত হন। এতে সুরক্ষার বিষয়ে প্রশ্ন উঠেছে। শুভেন্দুর কটাক্ষ, “প্রভু জগন্নাথ ভাল চোখে দেখছেন না!” তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা বলেন, “জগন্নাথ মন্দির তৈরির সময় শুভেন্দু তৃণমূলের মন্ত্রী ছিলেন। ক্ষমতা থাকলে উদ্বোধনের পর উনি ওই মন্দিরের সামনে দিয়ে এক বার যাবেন। আর জগন্নাথ দেবকে প্রণাম না করে দেখাবেন।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)