জোরকদমে: বীরসিংহে ভগবতী বিদ্যালয়ের মাঠে মুখ্যমন্ত্রীর সভাস্থলে চলছে ছাউনি তৈরি। ছবি: কৌশিক সাঁতরা
উপলক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দু’শো বছরের জন্মদিন। মনীষীর জন্মভিটের গ্রাম বীরসিংহে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মিনিট পঁয়তাল্লিশের সেই সফরের প্রস্তুতি প্রায় সারা।
জেলা প্রশাসন সূত্রের খবর, ২৪ সেপ্টেম্বর বিকেল তিনটেয় বীরসিংহে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি যাবেন বিদ্যাসাগর স্মৃতি মন্দির। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পরে ঘুরে দেখবেন সংগ্রহশালা-সহ গোটা চত্বর। তাঁর পরের গন্তব্য দু’শো মিটার দূরে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে যাবেন। বিদ্যাসাগরের দু’শো বছরের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতর বিদ্যাসাগরের জীবন সম্পর্কিত যে প্রদর্শনীর আয়োজন করছে, সে দিন তারও উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাতে। তারপর হাইস্কুল মাঠে জনসভা ও মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
জেলা প্রশাসন সূত্রের খবর, সব মিলিয়ে ৪৫ মিনিট মুখ্যমন্ত্রী থাকবেন বীরসিংহে। সে দিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের গোড়ায় শিক্ষা দফতরের সচিবের স্বাগত ভাষণ দেওয়ার কথা। তারপর বক্তব্য রাখবেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর কৃতী ছাত্রছাত্রী ও বিশিষ্টদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। দুই ছাত্রের হাতে বর্ণপরিচয় তুলে দেবেন মমতা। পরে বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করবেন। বীরসিংহে রাস্তা, পথবাতির উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে। জেলা শাসক রশ্মি কমলের বক্তব্যের মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠান শেষ হবে।
বীরসিংহে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি বৈঠক ঘিরে অবশ্য শুরুতে তাল কেটেছিল। সামনে এসেছিল বঞ্চনা আর ক্ষোভ। পরে পরিস্থিতি সামলায় জেলা প্রশাসন। বীরসিংহের মন বুঝতে প্রথমে আসেন ঘাটালের মহকুমাশাসক অসীম পাল, তারপর খোদ জেলাশাসক রশ্মি কমল গ্রামে এসে প্রতিবিধান শিবির করেন। শুরু হয় রাস্তাঘাটের কাজ। পথবাতি বসানোও শুরু হয়।
জেলা প্রশাসন সূত্রের খবর, ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর হাতে বিদ্যাসাগরের দু’শো বছর পূর্তির উদ্বোধনের পরে বীরসিংহে সাত দিন ধরে অনুষ্ঠান চলবে। তথ্য সংস্কৃতি দফতর পুরো অনুষ্ঠান, পরিচালনা করবেন। বিদ্যাসাগর সম্পর্কিত সেমিনার, আলোচনায় যোগ দেবেন বিশিষ্টরা। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।
এমনিতেই বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ঘাটাল মহকুমায় একাধিক সংগঠন, সংস্থার তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুলে স্কুলে বিদ্যাসাগর স্মরণ হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রশাসনের একটি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সড়কপথে না কপ্টারে আসবেন তা এখনও চূড়ান্ত হয়নি। সড়ক পথে এলে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা ধরে আসতে হবে। তাই ওই সড়ক দ্রত গতিতে সংস্কারের কাজ হচ্ছে। ওই রাস্তা দিয়ে অতিরিক্ত পণ্যবাহী গাড়ি চলাচলেও আপাতত রাশ টানা হয়েছে। জেলাশাসক রশ্মি কমল বলেন, “বীরসিংহে সাবির্ক উন্নয়নের কাজ চলছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দু’শো বছরের জন্মদিনের অনুষ্ঠান সার্থক করতে জেলা প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy