Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Jhargram

Partha Chatterjee: মাদকে কড়া বার্তা পার্থের 

অরণ্য শহরে বছর খানেকের মধ্যে রমরমিয়ে বেড়েছে ব্রাউন সুগারের ব্যবসা। নেশার প্রতিবাদ করায় শহরে যুব তৃণমূলের এক নেতা আক্রান্ত হয়েছেন।

বিধবা ভাতা প্রদানের অনুষ্ঠােন পার্থ। ঝাড়গ্রামে।

বিধবা ভাতা প্রদানের অনুষ্ঠােন পার্থ। ঝাড়গ্রামে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ০৬:৩৩
Share: Save:

মাদকের নেশায় শৈশব বিপন্ন। প্রশাসনকে আরও কড়া হাতে হাল ধরার পরামর্শ দিলেন তৃণমূলের মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের জেলা প্রশাসনের সিদো-কানহো সভাঘরে বিধবা ভাতার চেক প্রদান ও শংসাপত্র বিতরণ অনুষ্ঠানের এসেছিলেন পার্থ। অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠকে পার্থ বলেন, ‘‘কম বয়সী বাচ্চারা ব্রাউন সুগারের নেশায় জড়িয়ে পড়ছে। এটা শুনেছি। উদ্বেগের কথা প্রশাসনকে জানিয়েছি।’’

অরণ্য শহরে বছর খানেকের মধ্যে রমরমিয়ে বেড়েছে ব্রাউন সুগারের ব্যবসা। নেশার প্রতিবাদ করায় শহরে যুব তৃণমূলের এক নেতা আক্রান্ত হয়েছেন। মাত্র দু’শো থেকে চারশো টাকায় মিলছে এই ব্রাউন সুগারের প্যাকেট। শহরের অষ্টম, নবম শ্রেণি থেকেই স্কুল পড়ুয়ারা এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশায় আসক্ত হয়ে বাইক চালানোর ফলে ঘটছে দুর্ঘটনা। এমনকী, নেশার ঘোরে আবাসন থেকে ঝাঁপ দিয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দোল পূর্ণিমার দিন ঝাড়গ্রাম শহরে এক মাধ্যমিক পরীক্ষার্থী খুন হয়েছিল। খুনের ঘটনায় অভিযুক্ত যুবকেরা ব্রাউনের সুগারের বুঁদ হয়ে থাকে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের দাবি, ব্রাউন সুগার মূলত ওড়িশা ও খড়্গপুর দিয়ে ঢোকে। এ জেলায় ওড়িশার যোগ বেশি রয়েছে। পার্থও এদিন বলেছেন, ‘‘বিশেষ করে যে দিক দিয়ে আসছে। সেটা যাতে বন্ধ হয়। সে কথা পুলিশ-প্রশাসনকে বলেছি। একেবারে স্তব্ধ করে দিতে হবে।’’ পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থী খুনের ঘটনা প্রসঙ্গে পার্থ বলেন, ‘‘ইতিমধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছে। বাকিরাও গ্রেফতার হবে।’’ জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘মন্ত্রী বলেছেন। আমরাও কাজ করছি। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছি।’’

সাংবাদিক বৈঠকের পর দলীয় জনপ্রতিনিধি ও নেতাদের নিয়ে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে আলোচনায় বসেন পার্থ। সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দেন। তৃণমূল সূত্রের খবর, পুরসভার স্থায়ী কমিটি গঠনের জন্য সবাইকে নিয়ে বৈঠক করার জন্য জেলা তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদাকে নির্দেশ দিয়েছেন পার্থ। পুরসভার পুরপ্রধান ও উপ-পুরপ্রধান মনোনয়ন হয়েছে। কিন্তু পুরসভার স্থায়ী কমিটি এখনও গঠন হয়নি। কে, কোন দায়িত্ব পাবেন নিয়ে চলছে ঠান্ডা লড়াই। ফেরার সময় দেবনাথকে ডেকে পার্থ জানিয়ে দেন, সবাইকে নিয়ে বৈঠক করতে হবে। দেবনাথ বলছেন, ‘‘পার্থদা পুরসভার স্থায়ী কমিটির জন্য সবাইকে নিয়ে বৈঠক করে জানাতে বলেছেন।’’ পুরসভা সূত্রে খবর, আগামী ১৯ এপ্রিল ঝাড়গ্রাম পুরসভার স্থায়ী কমিটি গঠন হবে। পুরপ্রধান কবিতা ঘোষ বলেন, ‘‘১৯ তারিখ পুরসভার স্থায়ী কমিটি গঠন হবে। সমস্ত কাউন্সিলরকে চিঠি দিয়েছি।’’

অন্য বিষয়গুলি:

Jhargram Drugs partha chatterjee Brown Sugar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy