দোকানে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু। প্রতীকী চিত্র।
দোকানে পুজোর প্রসাদ খেয়ে বমি এবং পায়খানার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার পদিমা গ্রামের কয়েক জন। রবিবার রাতে অসুস্থদের মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে। এমনটাই জানা গিয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ ঘোড়াই (২১)। তাঁর বাড়ি ডেবরা থানার ডুয়া এলাকার পদিমা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার এলাকার একটি দোকানে হালখাতা হালখাতা উপলক্ষ্যে পুজো হয়েছিল। সেই পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই গ্রামের জনা তিরিশেক বাসিন্দা। তাঁদের ভর্তি করানো হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁদের মধ্যে রয়েছে ৫ শিশুও।
এ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘‘প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছেন ওই গ্রামের বাসিন্দারা। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন। ওঁদের বমি এবং পায়খানার উপসর্গ দেখা দিয়েছিল। রবিবার রাতে এক জনের মৃত্য হয়েছে। গ্রামে পাঠানো হয়েছিল মেডিক্যাল টিমও। নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’’ বাকিদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy