Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Lakshmi Bhandar Project

Lakshmi Bhandar: বিপুল আবেদন আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে

গত বছর ‘দুয়ারে সরকার’ শিবিরে ‘স্বাস্থ্যসাথী’র জন্য ঢল নেমেছিল। এ বার শিবিরে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র জন্য ঢল নামতে পারে।

প্রস্তুতি: ভিড় এড়াতে আগেভােগ ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ফর্মপূরণ করে রাখছেন অনেকে। মেদিনীপুর শহরের রাঙামািটতে।

প্রস্তুতি: ভিড় এড়াতে আগেভােগ ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ফর্মপূরণ করে রাখছেন অনেকে। মেদিনীপুর শহরের রাঙামািটতে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ০৭:১৯
Share: Save:

পরিবারের মহিলাদের আর্থিক সাহায্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির। শিবিরে এই প্রকল্পের জন্যও আবেদন করা যাবে। অনুমান, নতুন এই প্রকল্পের জন্য বিপুল আবেদন আসতে পারে। পশ্চিম মেদিনীপুরে আবেদনের সংখ্যা ছাড়াতে পারে ১০ লক্ষ।

গত বছর ‘দুয়ারে সরকার’ শিবিরে ‘স্বাস্থ্যসাথী’র জন্য ঢল নেমেছিল। এ বার শিবিরে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র জন্য ঢল নামতে পারে। সবদিক দেখে সুষ্ঠুভাবে শিবির আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসনও। নতুন ওই প্রকল্পের আবেদনপত্রও ছাপানো হচ্ছে। শিবিরে মিলবে আবেদনপত্র। সোমবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘লক্ষ্মীর ভাণ্ডার ১ সেপ্টেম্বর থেকে পাবেন। মা- বোনেরা দুয়ারে সরকারে নামগুলি লিখিয়ে নেবেন। স্বাস্থ্যসাথী কার্ড যাঁদের আছে, তাঁরা পাবেন। তা-ও নামগুলি লিখিয়ে নেবেন। যা কথা দিয়েছিলাম, প্রত্যেকটা কথা রেখেছি। আপনাদের ভবিষ্যৎ নিশ্চিন্ত।’’

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল বলেন, ‘‘১৬ অগস্ট থেকে দুয়ারে সরকার শিবির হবে। শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে। সুষ্ঠুভাবে শিবির আয়োজনে যাবতীয় প্রস্তুতি সারা হচ্ছে।’’ জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে ব্লকগুলির সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে। জেলার তরফে প্রয়োজনীয় নির্দেশ এবং পরামর্শ দেওয়া হয়েছে ব্লকগুলিকে। সেই মতো ব্লকগুলিও প্রস্তুতি সারতে শুরু করেছে। পরিবারের মহিলাদের আর্থিক সাহায্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প রূপায়ণে তৎপর হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোটের আগে এই প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কথা রেখেছে তৃণমূল সরকার। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা মাসে ১ হাজার টাকা করে পাবেন। বাকি মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন। ‘কন্যাশ্রী’র মতো ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে নারী ও সমাজকল্যাণ দফতরকে। জেলায় সমাজকল্যাণ দফতর প্রয়োজনীয় প্রস্তুতি সারছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে যাঁরা নথিভুক্ত রয়েছেন, আবেদন করলে সেই সমস্ত মহিলারাই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন। বয়স হতে হবে ২৫ থেকে ৬০- এর মধ্যে। এই সূত্রেই অনুমান, জেলায় নতুন ওই প্রকল্পে আবেদনের সংখ্যা ছাড়াতে পারে ১০ লক্ষ।

জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় ‘স্বাস্থ্যসাথী’তে নাম নথিভুক্তি রয়েছে প্রায় সাড়ে ১১ লক্ষের। আরও বেশ কিছু আবেদন রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। ১৬ অগস্ট থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১ সেপ্টেম্বর থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন মহিলারা। ধাপে ধাপে আবেদনকারী সকলে সুবিধা পাবেন। জেলা প্রশাসন সূত্রে খবর, বিপুল আবেদন আসবে ধরে নিয়েই নতুন ওই প্রকল্পের ১৩ লক্ষ আবেদনপত্র ছাপানো হচ্ছে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য দুয়ারে সরকারের শিবিরে পৃথক কাউন্টার থাকবে। সেখান থেকেই আবেদনপত্র মিলবে। আজ, মঙ্গলবার জেলাগুলির সঙ্গে রাজ্যের ভিডিয়ো বৈঠক হওয়ার কথা। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ফের ব্লকগুলিকে নিয়ে এক বৈঠক হবে জেলার।

অন্য বিষয়গুলি:

midnapore Swastha Sathi Lakshmi Bhandar Project
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy