প্রতীকী ছবি
এ বার রাখিবন্ধন উৎসবে মাস্ক বিলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালিত হয়। সেই দফতরের নির্দেশ ইতিমধ্যে জেলাগুলিতে এসেছে। জানানো হয়েছে, করোনা-পরিস্থিতিতে কী ভাবে দিনটি পালন করতে হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা যুবকল্যাণ আধিকারিক দীপ ভাদুড়ি মানছেন, ‘‘এ বার রাখিবন্ধন উৎসবে মাস্ক বিলি করা হবে।’’ সূত্রের খবর, ‘বাংলা আমার মা’ লেখা মাস্ক সরবরাহ করা হতে পারে।
আগামী ৩ অগস্ট রাখিবন্ধন। প্রতি বছর রাখিবন্ধন উৎসবের দিনটিকে ‘সংস্কৃতি দিবস’ হিসেবে পালন করে যুবকল্যাণ ও ক্রীড়া দফতর। এ বারও তাই হবে। রাজ্যের ৩৪২টি ব্লক, ১১৭টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ড, কলকাতা বাদে বাকি ২৩টি জেলা সদর, জিটিএ নিয়ে মোট ৬৩৩টি ইউনিটে অর্থাৎ এলাকায় এই সংস্কৃতি দিবসের অন্যতম কর্মসূচি রাখিবন্ধন উৎসব পালন করা হবে বলে ঠিক হয়েছে। নির্দেশে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে উৎসব পালন করতে হবে।
দফতরের নির্দেশ, উৎসব পালনে ওই ৬৩৩টি এলাকার প্রত্যেকটি এলাকায় ৩০০ বর্গফুটের প্যান্ডেল তৈরি করতে হবে। মাইক্রোফোনের ব্যবস্থা রাখতে হবে। মাইকে দেশাত্মবোধক গান বাজাতে হবে। মঞ্চের পিছনে সংস্কৃতি দিবসের ৩০ বর্গফুটের ফ্লেক্স টাঙাতে হবে। প্যান্ডেলে রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতি থাকবে। প্রতিকৃতিতে মালা থাকবে। অনুষ্ঠান প্রাঙ্গণে ৫০ জনের বেশি মানুষের সমাগম করা যাবে না। যুবকল্যাণ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘এই সময়ে একসঙ্গে বেশি মানুষের জমায়েত করা অনুচিত। তাই ৫০ জনকে নিয়ে উৎসব পালন করার কথা জানানো হয়েছে।’’ তিনি বলেন, ‘‘অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর রাখিবন্ধন উৎসবকে একটি প্রতীকী উৎসব হিসেবে উদ্যাপন করতে বলা হয়েছে।’’
দফতরের নির্দেশ, উৎসবে অংশগ্রহণকারী এবং দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক। অনুষ্ঠান প্রাঙ্গণে হ্যান্ড স্যানিটাইজ়ারও রাখতে হবে। দফতর সূত্রে খবর, ওই ৬৩৩টি ইউনিটের প্রতিটিকে এক হাজার মাস্ক দেওয়া হবে বিলি করার জন্য। মাস্ক রাজ্য থেকে সরবরাহ করা হবে। জেলাগুলিকে কিনতে হবে না। পশ্চিম মেদিনীপুরে ২১টি ব্লক, ৭টি পুরসভা এবং জেলা সদর মিলিয়ে মোট ২৯টি এলাকায় রাখিবন্ধন উৎসব পালন হবে। সেই সূত্রে এ জেলায় ২৯ হাজার মাস্ক বিলি হবে সংস্কৃতি দিবসের দিনে। চিকিৎসক, নার্স, পুলিশকর্মী প্রমুখ করোনা- যোদ্ধার হাতে রাখি বেঁধে মুখে মাস্ক পরানোর পরিকল্পনা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy