Advertisement
৩০ অক্টোবর ২০২৪
21st July TMC Rally

গাড়ি ছুটল দিঘা আর মন্দারমণি

কলকাতা যাওয়ার বদলে দুপুরের আগেই সেগুলি পৈঁছে গিয়েছে উপকূলের পর্যটন কেন্দ্র দিঘা আর মন্দারমনিতে।

ধর্মতলা সমাবেশ এড়িয়ে দিঘায় গাড়ি নিয়ে তৃণমূল নেতা- কর্মীরা। রবিবার সকালে।

ধর্মতলা সমাবেশ এড়িয়ে দিঘায় গাড়ি নিয়ে তৃণমূল নেতা- কর্মীরা। রবিবার সকালে। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দিঘা শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ০৭:৫৩
Share: Save:

রবিবার কলকাতার ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে যখন হাজারে হাজারে তৃণমূল নেতা- কর্মী-সমর্থকেরা ভিড় জমাচ্ছেন, তখন সাত সকালেই দলীয় পতাকা লাগানো একের পর এক বাস আর ব্যক্তিগত গাড়ি ছুটেছে উল্টোদিকে। অভিযোগ, কলকাতা যাওয়ার বদলে দুপুরের আগেই সেগুলি পৈঁছে গিয়েছে উপকূলের পর্যটন কেন্দ্র দিঘা আর মন্দারমনিতে। সেখানে সারা দিন কাটিয়ে আবার নেতা-কর্মীরা যে যার মতো ঘরে ফিরেছেন! উল্লেখ্য, গত বছর ২১ জুলাই কর্মসূচি শেষ হওয়ার পর সোজা অনেকেই দিঘা বেড়াতে গিয়েছিলেন। তাঁদের বেশির ভাগ এসেছিলেন উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলা থেকে। কিন্তু এ বার সভায় না গিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের অনেকেই সমুদ্র পাড়ে পর্যটন কেন্দ্রে ভিড় জমান বলে অভিযোগ। দলের পতাকা লাগানো ব্যক্তিগত গাড়িতে চেপে এমনই পাঁচ তৃণমূল কর্মী উঠেছিলেন ওল্ড দিঘার শিবালয় মন্দির রোডের ধারে একটি সরকারি অতিথি নিবাসে। সভার বদলে দিঘায় কেন? প্রশ্ন করতেই তাঁরা বলেন,"ব্যস্ত আছি, পরে কথা বলব।" পতাকা লাগানো একটি বাসে চেপে এদিন দুপুরে এক দল তৃণমূল কর্মী পৌঁছন দিঘায়। তারা বললেন,"শনিবার রাতে সভা মঞ্চে প্রণাম ঠুকে নিজেদের উদ্যোগে দিঘা বেড়াতে চলে এসেছি।" অনেকেই তৃণমূলের পতাকা লাগানো গাড়ি রাস্তার ধারে পার্কিংয়ে রেখে দিনভর আনন্দ উপভোগ করলেন।

অন্য বিষয়গুলি:

TMC digha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE