রবিবার কলকাতার ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে যখন হাজারে হাজারে তৃণমূল নেতা- কর্মী-সমর্থকেরা ভিড় জমাচ্ছেন, তখন সাত সকালেই দলীয় পতাকা লাগানো একের পর এক বাস আর ব্যক্তিগত গাড়ি ছুটেছে উল্টোদিকে। অভিযোগ, কলকাতা যাওয়ার বদলে দুপুরের আগেই সেগুলি পৈঁছে গিয়েছে উপকূলের পর্যটন কেন্দ্র দিঘা আর মন্দারমনিতে। সেখানে সারা দিন কাটিয়ে আবার নেতা-কর্মীরা যে যার মতো ঘরে ফিরেছেন! উল্লেখ্য, গত বছর ২১ জুলাই কর্মসূচি শেষ হওয়ার পর সোজা অনেকেই দিঘা বেড়াতে গিয়েছিলেন। তাঁদের বেশির ভাগ এসেছিলেন উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলা থেকে। কিন্তু এ বার সভায় না গিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের অনেকেই সমুদ্র পাড়ে পর্যটন কেন্দ্রে ভিড় জমান বলে অভিযোগ। দলের পতাকা লাগানো ব্যক্তিগত গাড়িতে চেপে এমনই পাঁচ তৃণমূল কর্মী উঠেছিলেন ওল্ড দিঘার শিবালয় মন্দির রোডের ধারে একটি সরকারি অতিথি নিবাসে। সভার বদলে দিঘায় কেন? প্রশ্ন করতেই তাঁরা বলেন,"ব্যস্ত আছি, পরে কথা বলব।" পতাকা লাগানো একটি বাসে চেপে এদিন দুপুরে এক দল তৃণমূল কর্মী পৌঁছন দিঘায়। তারা বললেন,"শনিবার রাতে সভা মঞ্চে প্রণাম ঠুকে নিজেদের উদ্যোগে দিঘা বেড়াতে চলে এসেছি।" অনেকেই তৃণমূলের পতাকা লাগানো গাড়ি রাস্তার ধারে পার্কিংয়ে রেখে দিনভর আনন্দ উপভোগ করলেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)