Advertisement
২৭ নভেম্বর ২০২৪
কাঁথিতে কাটল জট

বিজেপি প্রার্থী দেবাশিসই

কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দেবাশিসবাবু ছাড়াও দলের দুই নেতা সৌরীন্দ্রমোহন জানা ও অম্বুজাক্ষ মহান্তি মনোনয়ন জমা দিয়েছিলেন।

ভগবানপুরে প্রচারে দেবাশিস সামন্ত। নিজস্ব চিত্র

ভগবানপুরে প্রচারে দেবাশিস সামন্ত। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১১:৫৬
Share: Save:

বিজেপি প্রার্থী নিয়ে জট কাটল কাঁথি লোকসভা কেন্দ্রে। ওই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দেবাশিস সামন্ত।

কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দেবাশিসবাবু ছাড়াও দলের দুই নেতা সৌরীন্দ্রমোহন জানা ও অম্বুজাক্ষ মহান্তি মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রার্থীপদের জন্য জমা পড়া বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্রের স্ক্রুটিনি ছিল বুধবার। কাঁথি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে বিজেপির প্রার্থী পদে তিন জনের মনোনয়ন জমা পড়েছিল। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার পাশাপাশি বিজেপির অন্দরেও প্রশ্ন ওঠে, শেষ পর্যন্ত দলীয় প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত হবে।

প্রশাসন ও দলীয় সূত্রে খবর, দেবাশিসবাবু বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও পেশায় সরকারি চিকিৎসক হওয়ায় তাঁর প্রার্থীপদ নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। সরকারি চিকিৎসকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতরে আবেদন জানালেও তা প্রথমে গৃহীত না হওয়ায় দেবাশিসবাবু আদালতের দ্বারস্থ হন। আদালতে যদি দেবাশিসবাবুর প্রার্থীপদ বাতিল হয়, সে কথা চিন্তা করে সমস্যা এড়াতে দলের তরফে বিকল্প হিসেবে সৌরীন্দ্রমোহন জানা মনোনয়ন দাখিল করেন। এরপর মঙ্গলবার ওই একই কেন্দ্র থেকে দলীয় প্রার্থী হিসেবে অম্বুজাক্ষ মহান্তি মনোনয়ন জমা দেওয়ায় দলের অন্দরে প্রশ্ন ওঠে। প্রার্থী নিয়ে দলীয় কোন্দলের জেরে এমন ঘটনা বলে রাজনৈতিক মহলে আলোচনা চলতে থাকে।

বিজেপি সূত্রে খবর, প্রথমে স্বাস্থ্য দফতরের ছাড়পত্র না পাওয়ায় দেবাশিসবাবু হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট দেবাশিসবাবুকে ছাড়পত্র দেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন। এরপরেই দেবাশিসবাবু রাজ্য স্বাস্থ্য দফতরের ছাড়পত্র সংক্রান্ত নথিপত্র মঙ্গলবার নির্বাচন দফতরে জমা দেন। এ ছাড়া দলের প্রতীক সংক্রান্ত নথিপত্রও জমা দেন। বুধবার মনোনয়নপত্র পরীক্ষার পর দেবাশিসবাবুর মনোনয়ন বৈধ বলে গণ্য হয়। অপর দুই বিজেপি প্রার্থী সৌরীন্দ্রমোহন জানা ও অম্বুজাক্ষ মহান্তির মনোনয়নপত্রের সঙ্গে দলের প্রতীক সংক্রান্ত নথি না থাকায় তাঁদের মনোনয়ন বাতিল হয়।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ বলেন, ‘‘তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থীপদের জমা পড়া ১২টি মনোনয়নপত্র পরীক্ষার পর সবগুলিই গৃহীত হয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থী পদের জন্য জমা পড়া ৯টি মনোনয়নপত্রের মধ্যে দুটি মনোনয়ন বাতিল হয়েছে। বিজেপির প্রার্থী পদের জন্য দেবাশিস সামন্তের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। বিজেপির দুটি মনোনয়ন পত্রে প্রতীক সংক্রান্ত নথি না থাকায় সেগুলি বাতিল হয়েছে।’’

এর ফলে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দেবাশিসবাবুর লড়াই করায় আর বাধা রইল না বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের। দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতি বলেন, ‘‘দেবাশিসবাবু দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁর প্রার্থীপদ নিয়ে আইনি জটিলতার কারণে বিকল্প প্রার্থী হিসেবে আরও দুজন প্রার্থী মনোনয়ন জমা দেন। শেষ পর্যন্ত আইনি বাধা দূর হওয়ায় দেবাশিসবাবুই প্রার্থী হিসেবে লড়াই করবেন। দলের সমস্ত কর্মী-সমর্থকরাও জোরদার প্রচারে নেমে পড়েছেন।’’

বিজেপি’র কাঁথি জেলার পর্যবেক্ষক মলয় সিংহ বলেন, ‘‘দেবাশিসবাবু লোকসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য নিয়ম মেনেই সরকারি চিকিৎসকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তাতে বাধা দেওয়ার চেষ্টা হয়। তবে আদালতের রায় দেবাশিসবাবুর পক্ষে গিয়েছে। তিনিই আমাদের প্রার্থী হিসেবে কাঁথি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে গণতন্ত্রের জয় হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy