বিজেপি সমর্থকের বাড়িতে ভাঙচুর। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র
বিজেপি নেতাদের বিরুদ্ধে হুলিয়া জারির রাতেই উত্তপ্ত ময়নার বাকচা। বিজেপি কর্মী-সমর্থকদের মারধর, বাড়ি ভাঙচুরের পাশাপাশি বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চারজন বিজেপি সমর্থক আহত হয়েছেন বলে দাবি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
গত পঞ্চায়েত ভোটের পর থেকেই বাকচা এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় গোলমাল চলছিল। গত ১৪ অক্টোবর বাকচার আন্ধারিয়া গ্রামের রাস্তায় খুন হন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য বসুদেব মণ্ডল। ওই ঘটনায় অভিযুক্ত ১৯ জনের মধ্যে ছ’জন বিজেপির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ১৩ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের নির্দেশে হুলিয়া জারি হয়েছে।
বিজেপি সূত্রের খবর, জাতীয় নাগরিক পঞ্জি ও নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে কয়েকদিন আগে ময়না বিধানসভার শ্রীরামপুর থেকে বাকচার পেটুয়া মোড় পর্যন্ত মিছিল করা হয়েছিল। এরপর থেকেই মিছিলে যোগ দেওয়ার জন্য বিজেপি সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
বুধবার বাকচা গ্রামের তরুন বুথের তৃণমূল কর্মী-সমর্থকরা দলের প্রতিষ্ঠা দিবস পালনের সঙ্গে পিকনিক করেছিল। অভিযোগ, সেখান থেকে ফিরে সন্ধ্যায় গ্রামের ভঞ্জপাড়ায় বিজেপি কর্মী–সমর্থকদের বাড়িতে হামলা করে তৃণমূল সমর্থকরা। হামলার সময় বিজেপি সমর্থক লক্ষ্মণ বাগ, নিমাই ভঞ্জ, রবীন্দ্রনাথ বর্মন, চন্দ্রমোহন বর্মন, লক্ষ্মণ বর্মনের বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি করা হয় বলে অভিযোগ। মারধর করা হয় নিমাই ভঞ্জ ও দিলীপ ভঞ্জকে। পরে পরিবারের মহিলারা দল বেঁধে রুখে দাঁড়ালে তৃণমূলের লোকজন পালিয়ে যায় বলে অভিযোগ।
বিজেপির তমলুক জেলা সহ-সভাপতি আশিস মণ্ডলের অভিযোগ, ‘‘বুধবার বাকচা গ্রামে ভঞ্জ পাড়ায় তৃণমূলের সমর্থকরা আমাদের সমর্থকদের বড়িতে হামলা চালায়। আমাদের পাঁচ সমর্থকের বাড়িতে বোমাবাজি, ভাঙচুর ও লুঠপাট করেছে। দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। ঘটনার সময় পুলিশকে জানানো হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।’’ তমলুকের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘বাকচা গ্রামে বুধবার গোলমালের ঘটনায় কিছু বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি হয়েছে। তবে এবিষয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। এলাকায় পুলিশের টহল চলছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’’
বিজেপি’র তোলা অভিযোগ অস্বীকার করে ময়না ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মালাকারের অভিযোগ, ‘‘বাকচা এলাকায় বিজেপির পুরনো ও নতুন সমর্থকদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তার জেরেই বুধবার ওখানে গোলমাল হয়েছে। বিজেপির সমর্থকদের বাড়িতে হামলার ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। বিজেপি নেতৃত্ব আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy