ছত্রধর মাহাতো। ফাইল চিত্র।
আপাতত স্বস্তিতে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো-সহ ২৭ জন অভিযুক্ত। বুধবার কলকাতায় এনআইএ-র বিশেষ আদালত জানিয়ে দিল, এখনই গ্রেফতার করা যাবে না ছত্রধর-সহ ওই ২৭ জনকে। তবে প্রয়োজনে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অভিযুক্তদেরও তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সামন্ত।
১১ বছর আগে লালগড়ের সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুনের মামলার নতুন করে তদন্ত শুরু করেছে এনআইএ। ওই মামলায় ছত্রধর-সহ ২৭ জন অভিযুক্তের বিরুদ্ধে ইউএপি আইনের ধারা যুক্ত করা হয়েছে। তবে ছত্রধর সহ অভিযুক্তেরা তদন্তে সহযোগিতা করছেন না, ধার্যদিনে আদালতে হাজির হচ্ছেন না, এমনই অভিযোগ জানিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও হেফাজতে নিয়ে জেরা করার জন্য আদালতে আবেদন করেছিল এনআইএ। অভিযুক্তদের আইনজীবী কৌশিক সিংহ সেই আবেদনের বিরোধিতা করে জানিয়েছিলেন, অভিযুক্তেরা ঝাড়গ্রাম আদালত থেকে জামিনে মুক্ত। তাই জামিন বাতিল করার এক্তিয়ার কেবলমাত্র ঝাড়গ্রাম আদালতেরই রয়েছে। এ দিন দু’টি আবেদনেরই শুনানির দিন ধার্য ছিল। কৌশিকের দাবি, এনআইএ-র আবেদন গ্রাহ্য করেনি আদালত। এনআইএ-র তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হবে। এদিনও ছত্রধর-সহ ২৭ জন অভিযুক্ত আদালতে আসেননি। কৌশিক জানান, ছত্রধর করোনামুক্ত হলেও এখনও পুরোপুরি সুস্থ নন। বাকিরা পরিবহণ সমস্যার কারণে আসতে পারেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy