ফাইল চিত্র।
বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ার জন্য দলীয় নেতাকে বাহবা জানালেন শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র সাংগঠনিক জেলা সভাপতি। যে বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি বিকাশ বেজের একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা) সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে কাঁথি -৩ ব্লকের ভাজাচাউলি অঞ্চল তৃণমূল সভাপতির প্রশংসা করতে শোনা গিয়েছে। আইএনটিটিইউসি নেতা বলছেন, ‘‘যার দীর্ঘ লড়াই-সংগ্রাম, যাকে দুর্দিনে বেশি দেখতে পাওয়া যায়, যার নাম বেশি শুনতে পান তিনি হচ্ছেন বলাই মাইতি। স্বাভাবিকভাবে তার ঋণ আমরা কোনওদিন শোধ করতে পারব না।’’ এরপরে আইএনটিটিইউসি নেতা যোগ করেন, ‘‘আজকে দল ক্ষমতায় এসেছে। বিরোধীরা শূন্য হতে বসেছে। কেউ হয়তো গুরুত্ব দেবে না। কিন্তু এটা ভুললে চলবে না। দুর্দিনে, দুঃসময়ে জীবন বাজি রেখে বোমা-বন্দুক দিয়ে বিরোধীদের রুখে দিয়েছিলেন। প্রাণ বাঁচিয়েছিলেন। এলাকার মানুষকে রক্ষা করেছিলেন। তার কথা প্রথমেই স্মরণ করতে হবে। তাকে সম্মান জানাতে হবে। যাই হোক দল তাকে সম্মান দিয়েছে। এই অঞ্চলের সভাপতি করা হয়েছে। বলাইবাবুকে সভাপতি করায় ভাজাচাউলি, কাঁথি-ব্লকের বাসিন্দা হিসেবে গর্বিত।’’
উল্লেখ্য, গত ২৪ মে ভগবানপুরের অর্জুন নগরে তৃণমূলের একটি রাজনৈতিক কর্মশালা হয়। সেখানে আইএনটিটিইউসি’র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ বেজ, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা সাহু, অর্জুন নগর অঞ্চল তৃণমূল সভাপতি বলাই মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। ওই সভায় বক্তব্য রাখতে গিয়েই বিকাশ এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বাম আমল থেকে সন্ত্রাসের কারণে বার বার সংবাদের শিরোনামে এসেছে ভাজাচাউলি এবং ভগবানপুরের অর্জুন নগর, বরজ এলাকার নাম। ওই সব এলাকায় দীর্ঘদিন ধরে ডানপন্থীদের উপরে নানা রকম সন্ত্রাসের অভিযোগ রয়েছে বাম নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ বার ওই সব এলাকায় সিপিএমের বিরুদ্ধে আন্দোলনে বোম এবং বন্দুক তারাও যে ব্যবহার করেছে তা কার্যত প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা। শুধু তাই নয়, ওই অঞ্চল সভাপতির প্রশংসা যাঁর মুখ থেকে বেরিয়েছে, সেই আইএনটিটিইউসি’র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ বেজ ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযুক্ত। উত্তর কাঁথি বিধানসভা এলাকার বিজেপি কর্মী জন্মেঞ্জয় দোলুইয়ের খুনের ঘটনায় তাঁর নাম জড়িয়েছে।
এদিন বিকাশের বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আইএনটিটিইউসি’র ওই নেতার জামিন বাতিল করেছে হাইকোর্ট। বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তাকে খুঁজছে। তাই এ ধরনের এলোমেলো মন্তব্য করে বেড়াচ্ছেন।’’
তবে বিকাশের মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন ভগবানপুর-২ ব্লকের অর্জুন নগর অঞ্চল তৃণমূল সভাপতি বলাই মাইতি। তিনি বলেন, ‘‘মাইক হাতে বিকাশবাবু ব্যক্তিগত মতামত দিয়েছেন। এ ধরনের কথা বলা অনুচিত।’’ আইএনটিটিইউসি নেতার বক্তব্যের নিন্দা করে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস বলেন, ‘‘যার হাতে যত বোমা এবং বন্দুক রয়েছে তৃণমূলের নেতারা সেই মাফিক সম্মান এবং পদ পাচ্ছেন।’’
যদিও বিকাশের দাবি, ‘‘আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy