Advertisement
২৭ নভেম্বর ২০২৪

টুকরো খবর

স্বপ্নের ক্যানভাসকে বাস্তবায়িত করার পথে বাধা অর্থাভাব। তাই সরকারি আর্ট কলেজে সুযোগ পেয়েও অভাবের দরুন পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে খড়্গপুরের ফকির মহল্লার শেখ মুন্না ও ইন্দার শরৎপল্লির তনয় চক্রবর্তী। খড়্গপুর শহরে বেড়ে ওঠা এই দুই তরুণের ছোট থেকেই কারুকার্যের অভ্যাস ছিল। আর্ট কলেজের স্নাতক প্রয়াত শিল্পী ধীমান পালের কাছেই তাদের শিল্পে হাতেখড়ি।

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৯
Share: Save:

সুযোগ পেয়েও মরতে বসেছে শিল্পী হওয়ার স্বপ্ন

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

তনয় চক্রবর্তী এবং শেখ মুন্না। নিজস্ব চিত্র।

স্বপ্নের ক্যানভাসকে বাস্তবায়িত করার পথে বাধা অর্থাভাব। তাই সরকারি আর্ট কলেজে সুযোগ পেয়েও অভাবের দরুন পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে খড়্গপুরের ফকির মহল্লার শেখ মুন্না ও ইন্দার শরৎপল্লির তনয় চক্রবর্তী। খড়্গপুর শহরে বেড়ে ওঠা এই দুই তরুণের ছোট থেকেই কারুকার্যের অভ্যাস ছিল। আর্ট কলেজের স্নাতক প্রয়াত শিল্পী ধীমান পালের কাছেই তাদের শিল্পে হাতেখড়ি। তারপরে ধীরে ধীরে ক্লে-মডেলিং, ফাইবার মডেলিং, স্টোন মডেলিংয়ের কাজের প্রশিক্ষণ চলতে থাকে। শিল্পী ধীমান পালের প্রতিষ্ঠিত ‘খড়্গপুর আকাদেমি অফ ফাইন আর্টসে’ (কাফা)-এর গ্যালারিতেও রাখা রয়েছে মুন্না ও তনয়ের বহু ভাস্কর্য। চলতি বছরের এপ্রিলে ধীমানবাবুর মৃত্যু হয়। তারপরে কিলকাতা আর্ট কলেজের পরীক্ষায় বসে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ দুই তরুণ। কাফা’র দায়িত্বপ্রাপ্ত ধীমানবাবুর ভাইপো গৌতম পালের কথায়, “কাফা’য় বহু দরিদ্র ছেলেমেয়ে নিখরচায় কাজ শেখে। কাকা তাঁদের পাশে সবসময় থাকতেন। তবে মুন্না আর তনয় সকলের মধ্যে অনন্য। কিন্তু ওঁদের কলকাতায় পড়াশুনোর যে খরচ, তা সামলানো মুশকিল।” তনয়ের ইচ্ছে ভাল ভাস্কর হওয়ার, আর মুন্নার স্বপ্ন চিত্রকর হওয়া। আর্ট কলেজে এক মাস ক্লাসের পরেই অভাবে কলকাতায় থাকার খরচ, সরঞ্জাম কিনতে হিমশিম খেতে হচ্ছে এই দুই তরুণকে। স্বপ্ন ও বাস্তবের টানাপড়েনে এখন অসহায় এই দুই তরুণ। তনয়ের কথায়, “ভাল শিল্পী হয়ে প্রতিষ্ঠিত হতে গেলে শিক্ষারও প্রয়োজন। তাই আর্ট কলেজে ছোট থেকেই পড়ার ইচ্ছে ছিল। কিন্তু অভাব পা টেনে ধরছে, আমাদের অভাব দেখে কেউ টাকা ধার দিতেও ভয় পান।” আর মুন্নার কথায়, “শিল্পী হয়ে কোথাও কাজ করতে গেলে একটা শংসাপত্র প্রয়োজন। ভাল শিল্পী হয়ে পরিবারে আলো জ্বালানোর পাশাপাশি আমাদের মতো অসহায়দের শিল্পকর্ম শেখাতে চাই। কিন্তু কলকাতায় থেকে পড়াশুনোর যে খরচ, তাতে সেই স্বপ্ন পূরণ হবে কী না জানিনা।”

তৃণমূলকে কটাক্ষ শ্যামলের

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

বিজেপিকে রুখতে প্রয়োজনে সিপিএমের সঙ্গে হাত মেলানোর প্রস্তাব ভেবে দেখবেন বলে শুক্রবার মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়ার একটি শিল্প সংস্থার শ্রমিক সংগঠনের নির্বাচনের প্রচারে এসে সেই সম্ভাবনাকে আমলই দিলেন না সিটুর রাজ্য সম্পাদক তথা সিপিএমের প্রবীন নেতা শ্যামল চক্রবর্তী। উল্টে তৃণমূল নেত্রীকে তাঁর আক্রমণ, “মুখ্যমন্ত্রী নকশাল, মাওবাদী, বিজেপি সকলের সঙ্গেই হাত মিলিয়েছেন। সিপিএম সকলের সঙ্গে হাত মেলায়নি।” রাজ্যের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা এইচপিএলের বন্ধ থাকার জন্য বাম সরকার ও সিপিএমকেই শুক্রবার দায়ী করেছিলেন শুভেন্দু। তার জবাবে শনিবার শ্যামলবাবু বলেন, “কংগ্রেস সরকার এইচপিএল খুলতে দিচ্ছিল না। খোলার জন্য শর্ত ছিল রাজ্য সরকারকে অংশীদার হতে হবে। এটা বাধ্যতামূলক ছিল বামফ্রন্ট সরকারের কাছে। তবে এই সংস্থা খুলতে সরকারের প্রচেষ্টা দরকার।” হলদিয়া শিল্পাঞ্চলে সিটুর বিরুদ্ধে তোলা তোলার অভিযোগ নিয়ে তাঁর পাল্টা অভিযোগ, “তোলা আদায়ের একচেটিয়া অধিকার ছিল তৃণমূল ও লক্ষ্মণ শেঠের।” হলদিয়া জোনাল কার্যালয়ের পুনর্দখলে যে বামেরা এখনও প্রস্তুত নয়, তাও প্রকারান্তরে স্বীকার করেন তিনি। নাব্যতার কারণে হলদিয়া বন্দরের সঙ্কট নিয়ে তৃণমূলকে দুষে শ্যামলবাবু বলেন, “মুকুল রায় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ড্রেজিং-এর ব্যবস্থা করেননি।” আর সারদা কাণ্ডে তৃণমূল নেতাদের জড়িয়ে পড়ার প্রসঙ্গে তাঁর বক্তব্য, “সিবিআই তদন্তে কিছু কেঁচো উঠেছে। এখনও কেউটে, গোখরো ধরা পড়েনি।”

বিজ্ঞানের সেমিনার

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

‘ডাইমেনশনাল অ্যানালিসিস ইন ফিজিক্স’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হল হলদিয়ার পরাণচক শিক্ষানিকেতনে। মহকুমার ২২টি স্কুলের বিষয় শিক্ষক ও উচ্চমাধ্যমিকের ছাত্র ছাত্রীদের নিয়ে শনিবার আয়োজিত ওই সেমিনারের মুখ্য বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তথা এই স্কুলের প্রাক্তন ছাত্র দেবনারায়ণ জানা। তিনি জানান, ছাত্র-ছাত্রীদের দিশা দেখানোর লক্ষ্যে আরও এমনই সেমিনারের আয়োজন করা হবে।

অঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

হলদিয়া রিফাইনারি এমপ্লয়িস ক্লাবে রবিবার ছোটদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। যোগ দিয়েছিল শতাধিক ছাত্র-ছাত্রী। ২৯ শে অগস্ট গৌতম হালদার পরিবেশন করেন ওথেলো নাটকটি। আজ, সোমবার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে বলে জানান ক্লাব সম্পাদক কুনাল নন্দ।

রেলের মেনস্ কংগ্রেসের বৈঠক

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

দক্ষিণ-পূর্ব রেলের মেনস্ কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হল খড়্গপুরে। রবিবার খড়্গপুরের রামমন্দিরে ওই বৈঠকে ১৯ জন কেন্দ্রীয় পদাধিকারী ও ৫০ জন কার্যকরী কমিটির সদস্যের সামনে সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা হয়। সম্মেলনে সপ্তম পে-কমিশন প্রস্তাব তোলার পাশাপাশি রেলে এফডিআইয়ের প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন জোনাল সভাপতি সুন্দরীমোহন মুখার্জী, সাধারন সম্পাদক কে এস মূর্তি, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান রনধীশ চক্রবর্তী, দামোদর রাও প্রমুখ।

মেয়েদের স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন জেলার দল

স্কুল ফুটবলে ছাত্রীদের একটি বিভাগে ফের রাজ্য চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুরের একটি দল। রবিবার কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হয় এ জেলারই দু’টি দল কেশিয়াপাতা জেএম হাইস্কুল এবং নয়াগ্রাম থানা বালিকা বিদ্যালয়। ১- ০ গোলে জয়ী হয় কেশিয়াপাতা। রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে পশ্চিম মেদিনীপুরের এই দলটি এ বার জাতীয় পর্যায়ের খেলায় যোগ দেবে। জাতীয় পর্যায়ের খেলা হবে দিল্লিতে। প্রতি বছরই সুব্রত মুখোপাধ্যায় কাপ অনুষ্ঠিত হয়। সম্প্রতি জেলা পর্যায়ের খেলা হয়েছিল। পরে ক্লাস্টার পর্যায়ের খেলা হয়। ক্লাস্টার পর্যায়ের খেলায় যারা জয়ী হয়, তাদের নিয়ে রাজ্য পর্যায়ের খেলা হয়। স্কুল ফুটবলের রাজ্য পর্যায়ের খেলায় এ বার পশ্চিম মেদিনীপুরের চারটি দল অংশগ্রহন করে। দু’টি ছাত্রদের। দু’টি ছাত্রীদের। ছাত্রীদের অনুর্দ্ধ ১৭ বিভাগে ফাইনালে ওঠে এ জেলারই কেশিয়াপাতা জেএম হাইস্কুল এবং নয়াগ্রাম থানা বালিকা বিদ্যালয়। এরমধ্যে নয়াগ্রাম থানা বালিকা বিদ্যালয় গত বছর রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সুবাদে তারা এ বার রাজ্য টুর্নামেন্টে অংশগ্রহন করে। অন্যদিকে, কেশিয়াপাতা জেএম হাইস্কুল এ বার জেলা চ্যাম্পিয়ন হয়। পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক সোমনাথ দাস বলেন, “আশা করি, জাতীয় পর্যায়ের খেলাতেও আমাদের জেলার দল ভাল পারফরম্যান্স করবে।”

শিক্ষক সমবায় সমিতির নির্বাচনে জয়ী বামেরা

প্রাথমিক শিক্ষক সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে সবক’টি আসনে জয়ী হলেন বাম সমর্থিত নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রার্থীরা। রবিবার সকাল থেকেই খড়্গপুর শহরের অন্ধ্র হাইস্কুলে এই নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল। নির্বাচনে এবার বাম শিক্ষক সংগঠনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার নেমেছিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রার্থীরা। এবার ছ’টি সাধারণ, দু’টি মহিলা ও একটি তপসিলি জাতি-উপজাতির আসন নিয়ে মোট ন’টি আসনে নির্বাচন ছিল। এই নির্বাচনে শিক্ষকদের ২২০ জন ভোটারের মধ্যে ২০৬ জন ভোটদান করেন। এ দিন সন্ধ্যায় গণনার শেষে ন’টি আসনেই জয়ী হয় বাম শিক্ষক সংগঠনের প্রার্থীরা। সর্বোচ্চ ১৪১টি ভোট পান এ থান্ডার রাও। নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির খড়্গপুর পশ্চিম চক্রের সম্পাদক অপূর্ব মজুমদার বলেন, “আগেও এই সমবায় সমিতি আমাদেরই দখলে ছিল। তাই এই জয় প্রত্যাশিত ছিল। বামেরা যে আবার শক্তিশালী হচ্ছে, তা এই নির্বাচনের ফলাফলেই বোঝা যাচ্ছে।” যদিও জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক অর্ঘ্য চক্রবর্তী বলেন, “ওই সমবায় চক্রগুলির অধিকাংশেই আমাদের সদস্য কম। তাই পরাজয় স্বীকার করতেই হবে। কিন্তু এ নিয়ে বামেদের উচ্ছ্বসিত হওয়াটা হাস্যকর।”

শহরে শুভেন্দু

মেদিনীপুর শহরের বল্লভপুরের ‘গোল্ডেন বয়েজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে বস্ত্র বিতরণ শিবির হল। শনিবার বিকেলে এই শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ তথা বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। এই ক্লাবের উদ্যোগে আয়োজিত গণেশ পুজোর এ বার সপ্তম বর্ষ। সেই উপলক্ষ্যে দুঃস্থদের পোশাক এবং ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার সরঞ্জাম বিলি করা হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর কল্পনা মুখোপাধ্যায়, শিক্ষক মধুসূদন গাঁতাইত, স্থানীয় তৃণমূল নেতা সঞ্জিত সরকার প্রমুখ। অনুষ্ঠানে শুভেন্দুবাবু বলেন, “এমন কর্মসূচিতে আমি সব সময়ই পাশে থাকব।” উদ্যোক্তারা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কর্মসূচির আয়োজন। শহরের সীতারাম অ্যাপার্টমেন্টের অধিবাসীরা মাতলেন গণেশ পুজোতে। গত সোমবার থেকে রক্তদান শিবির দিয়ে এখানে অনুষ্ঠানের সূচনা হয়েছিল। ছিল অঙ্কন প্রতিযোগিতা, এমনকি প্রীতিভোজের আয়োজনও। রবিবার রাতে এক পরিবারের মতোই সকলে মিলে খাওয়াদাওয়া হয়।

কোলাঘাটে দেনান-দেহাটি খাল সংযুক্তিকরণের আশ্বাস

কোলাঘাটের দেনান-দেহাটি খালের সংযুক্তিকরণ ও স্থানীয় চাপদা গাজই ও টোপাখাল সংস্কারের দাবি পূরণের আশ্বাস দিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকার। রবিবার দুপুরে কোলাঘাটের উত্তর জিয়াদা হাইস্কুলে আয়োজিত স্থানীয় কৃষক সংগ্রাম পরিষদের দ্বিতীয় সম্মেলনে স্থানীয় কৃষকরা কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের নিকাশি ব্যবস্থার অন্যতম ভরসা দেহাটি ও দেনান খালের সংযুক্তিকরণ ও স্থানীয় চাপদা গাজই, টোপা খাল সংস্কারের দাবি তোলেন। ওই সম্মেলনে উপস্থিত শুভেন্দুবাবু জানান, “এলাকার কৃষকদের সুবিধার্থে চলতি বছরেই দেহাটি ও দেনান খাল সংস্কারের কাজ করেছে সেচ দফতর। পরিকল্পনা অনুযায়ী বরদাবাড় বাজারের কাছে ওই দুই খাল সংযুক্তির বিষয়ে সাহায্য করা হবে। এছাড়াও চাপদা গাজই ও টোপাখাল সংস্কারের জন্য সেচ দফতরের মাধ্যমে পরিকল্পনা করে কাজ করা হবে।” এ দিন সম্মেলনে উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মানব সামন্ত, মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন-খরা প্রতিরোধ কমিটির সম্পাদক পঞ্চানন প্রধান, কৃষক সংগ্রাম পরিষদের সভাপতি শচীনন্দন খাটুয়া প্রমুখ।

তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, নালিশ পাঁশকুড়ায়

এক তৃণমূল কাউন্সিলর ও দলের ওয়ার্ড কমিটির সচিবের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভার মধুসূদনবাড় এলাকার ঘটনা। এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর মালাকার ও ৮ নম্বর ওয়ার্ডের সুরারপুল এলাকার বাসিন্দা সাধন বেরার বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ। এ দিন রাতে শঙ্করবাবু বাড়িতে না থাকলেও তাঁর বাবা, মা-সহ পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। ঘটনার বিষয়ে শঙ্করবাবুর বাবা পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। শঙ্করবাবু জানিয়েছেন, রাত সাড়ে ১১ টা নাগাদ বাড়ির সামনের দিকের জানালা লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালায় দুষ্কৃতীরা। বোমার বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। কিছু পরে বাড়ির পিছনের দিকে আরও একটি বোমা ফাটে। শঙ্করবাবুর দাবি, “দলের মধ্যেই বিরোধের জেরে এদিন আমার বাড়িতে হামলা করা হয়েছে।” অন্য দিকে, শনিবার রাত ১২টা নাগাদ পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা ওয়ার্ড কমিটির সচিব সাধন বেরার বাড়িতেও বোমা ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় জখম ৬

যাত্রিবোঝাই বাস একই দিকে যাওয়া তেল ট্যাঙ্কারকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারায় জখম হলেন দুই মহিলা-সহ ছয় বাসযাত্রী। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কামারদা বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। জখমদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে তমলুক জেলা হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হলদিয়া-মেচেদা রুটের একটি বাস ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে আসছিল। নন্দকুমারের কামারদার কাছে বাসটি তেল ট্যাঙ্কারকে ওভারটেক করলে ধাক্কা লাগে।

দিঘায় দৃষ্টিহীন পড়ুয়ারা

হলদিয়া মহকুমার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম স্কুল ও দৃষ্টিহীন আবাসিক শিক্ষায়তনের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা রবিবার সৈকত পর্যটন কেন্দ্র দিঘা ঘুরে দেখল। দিঘা বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞানের নানা চমকপ্রদ ঘটনা, অমরাবতী পার্কের সৌন্দর্য উপভোগ করে খুশি ছাত্রছাত্রীরা।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষক সংগঠন ‘নিখিলবঙ্গ শিক্ষক সমিতি’র জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলে (বালক) আয়োজিত এই প্রতিযোগিতায় মহকুমাস্তরের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরাই যোগদান করেন। প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা, সমবেত সঙ্গীত-সহ সব মিলিয়ে ২৭টি বিভাগ ছিল। আগেই ইউনিটস্তর, আঞ্চলিকস্তর এবং মহকুমাস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ জানান, জেলাস্তরের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগ দেবে। আগামী ১৪ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে।

গ্রন্থাগার দিবস পালন

নানা অনুষ্ঠানের মাধ্যমে রবিবার পালিত হল সাধারণ গ্রন্থাগার দিবস। এ দিন জেলা গ্রন্থাগারে আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল। আলোচনার বিষয় ছিল, ‘বর্তমান প্রেক্ষাপটে সাধারণ গ্রন্থাগারের ভূমিকা’। আলোচনায় ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের শিক্ষক সুবর্ণকুমার দাস, মেদিনীপুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগারিক রুদ্রেশ্বর মিশ্র। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বাসব বন্দ্যোপাধ্যায়, জেলা গ্রন্থাগারিক ইন্দ্রজিৎ পান।

কোথায় কী

শিক্ষক সংবর্ধনা। আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ১২ জন শিক্ষককে সংবর্ধনা দেবে লায়ন্স ক্লাব অফ মেচেদা। মেচেদা বাজারে একটি বেসরকারি অতিথিশালায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সংস্থা সূত্রে খবর।

ফুটবল লিগ। জমে উঠেছে হলদিয়া পুরসভা আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল লিগ। উদ্বোধনে এসেছিলেন রহিম নবি, মহিউল ইসলাম, বিকাশ পাঁজি প্রমুখ। সেমি ফাইনালে লড়ছে ২৫, ১১ , ৯ , ১৩ নং ওয়ার্ড। আগামী ১৪ সেপ্টেম্বর নৈশালকে ফাইনাল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy