Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৪
Dilip Ghosh

রেলের চাকরি দেওয়ার নামে প্রতারণা, খড়্গপুরে দিলীপের সভায় মহিলাকে দড়ি বেঁধে মারের অভিযোগ

বৃহস্পতিবার দুপুরে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সঙ্ঘ সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল দিলীপকে।

মহিলার কোমরে দড়ি বেঁধে তাঁকে বেধড়ক মারধর!

মহিলার কোমরে দড়ি বেঁধে তাঁকে বেধড়ক মারধর!

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ২২:০৪
Share: Save:

বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সভায় এক মহিলার কোমরে দড়ি বেঁধে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দলের মহিলাকর্মীদের বিরুদ্ধে। রেলের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তুলে শেফালি রায় নামে ওই মহিলাকে মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের গোলবাজারের একটি আবাসনে ঘটনাটি ঘটেছে। যদিও মেদিনীপুরের সাংসদ দিলীপ জানান, তিনি ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। গোটা ঘটনা ঘটেছে হলের বাইরে। তিনি ছিলেন ভিতরে। এই ঘটনায় বিজেপিকে বিঁধেছে তৃণমূল।

বৃহস্পতিবার দুপুরে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সঙ্ঘ সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল দিলীপকে। সেই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা সদস্যেরা। মালদহ থেকে এসেছিলেন শেফালি। তাঁকে ওই অনুষ্ঠানে দেখেই কিছু মহিলা টেনে হিঁচড়ে বাইরে বার করেন আনেন। হাতে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে শেফালিকে। তাঁকে যাঁরা মারধর করেছেন, তাঁদের বক্তব্য, চাকরির নামে টাকা নিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এক ‘প্রতারিত’-এর দাবি, ‘‘আমরা শেফালি রায়কে রেলের চাকরির জন্য টাকা দিয়েছিলাম। সেই চাকরি তো হলই না। উল্টে তাঁর সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও কোনও সহযোগিতা করেননি শেফালি। আজ (বৃহস্পতিবার) ওঁকে এই অনুষ্ঠানে দেখতে পেয়ে অনেকেই ক্ষোভ চেপে রাখতে পারেননি।’’

পুলিশ সূত্রে খবর, শেফালিকে মারধর করার পর খড়্গপুরের একটি লজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ মহিলা-সহ সাত জনকে আটক করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘আমি ঘটনাস্থলে ছিলাম না। ওই ঘটনার কথা কিছুটা শুনেছি। গোটাটাই বাইরে ঘটেছে। আমি ভিতরে ছিলাম। আরও খোঁজ নিয়ে দেখছি।’’

বিজেপি রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায় বলেন, ‘‘হলের ভিতরে অনুষ্ঠানের জায়গায় কোনও ঘটনা ঘটেনি। বাইরে কী হয়েছে, জানা নেই।’’

এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘বিজেপির দলের নেতা-কর্মীরাও যে দুর্নীতির সঙ্গে যুক্ত, তার প্রমাণ পেল খড়্গপুরের মানুষ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE