Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Dev

টলিউডের ‘৯৯ শতাংশই চোরেদের সঙ্গে জড়িত’! নাম করে হিরণের আঙুল দেব, সায়নী, বনির দিকে

আবার দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হিরণের। শুধু তাই নয়, আঙুল তুললেন সায়নী ঘোষ এবং বনি সেনগুপ্তের দিকেও। বললেন, ‘চোরেদের দল।’ এ-ও বললেন, টলিউডের ৯৯ শতাংশ লোকজন চোরদের সঙ্গে যুক্ত।

BJP MLA Hiran Chatterjee jabs TMC MP and Actor Dev, Actress TMC leader Saayoni Ghosh and Actor Bonny Senguptra

হিরণ বলেন, ‘‘টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা চোরের সরকারের সঙ্গে যুক্ত।’’ নাম নিয়ে আক্রমণ করেন দেব, সায়নী এবং বনিকে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৭:৩৪
Share: Save:

দুর্নীতি ইস্যু নিয়ে আবার তৃণমূলের তারকা সাংসদ দেবকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন ঘাটালের সাংসদ। এই অভিযোগ আগেও করেছিলেন হিরণ। দেব তার জবাবও দেন। তবে এ বার দেবের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষ এবং অভিনেতা বনি সেনগুপ্তের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেছেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ।

রবিবার চন্দ্রকোনায় ঘাটালের বিধায়ক শীতল কপাটের পাশে বসে হিরণ তোপ দাগেন ঘাটালের সাংসদের দিকে। বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস তৈরিই হয়েছিল দুর্নীতি দিয়ে। সেই দুর্নীতির কথা এখন মানুষ জানতে পারছেন। আদালতের হস্তক্ষেপে মানুষ জানতে পারছেন তৃণমূলের নেতামন্ত্রীদের ঘরে কোটি কোটি টাকার কথা।’’ হিরণের সংযোজন, ‘‘আগেও ঘাটাল লোকসভায় বলেছি যে, আপনাদের সাংসদ দীপক অধিকারী (দেব) বিরাট ভাবে দুর্নীতিতে জড়িত। ৫ কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। তখন দেবের ফ্যানেরা আমার উপর রাগ করেছিলেন। এখনও আমাকে অনেকে ব্যক্তিগত আক্রমণ করেন মেসেজে।’’

উল্লেখ্য, মাস কয়েক আগে ঘাটালে গিয়ে হিরণ দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। বলেন,‘‘ঘাটালের মানুষ ডুবে যাচ্ছে, আর দেব মলদ্বীপে গিয়ে ছুটি কাটাচ্ছেন!’’ এর প্রত্যুত্তরে দেব জানান, তিনি তাঁর আয়ের সমস্ত হিসেব দিতে রাজি। কিন্তু ব্যক্তিগত আক্রমণ সমীচীন নয়। গত বছরের জুন মাসে গরু পাচার মামলায় দেবকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

তবে এ বার হিরণ শুধু দেবে না আটকে থেকে আঙুল তুলেছেন সায়নী এবং টলিউডের হিরো (২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি শিবিরেও যোগ দেন) বনির দিকে। বলেন, ‘‘বনি সেনগুপ্তের মতো ছোট, বাচ্চা ছেলে যে সবেমাত্র অভিনয় জগতে এসেছে, সে-ও কী ভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়়েছে। তার পর সায়নী ঘোষ। আদালতের বিচারক পর্যন্ত বলছেন, তিনি কী ভাবে একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন। কার টাকায় বানিয়েছেন— এ সব আমরা দেখতে পাচ্ছি।’’

এখানেই থেমে থাকেননি হিরণ। তিনি টলিউড ইন্ডাস্ট্রির বড় অংশকে কটাক্ষ করেছেন। এক সময় যে প্রযোজনা সংস্থায় কাজ করেছেন, তার কর্ণধারকেও আক্রমণ করেন। বলেন, ‘‘শ্রীকান্ত মোহতা কোটি কোটি টাকা লুঠ করেছে। চুরি করেছে। জেলও খেটেছে দু’বছর। টলিউড ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ প্রডিউসার (প্রযোজক), ডিরেক্টর (পরিচালক) এবং অভিনেতা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত। সে সুপারস্টার, মেগাস্টার হোন বা ছোটখাট অভিনেতা।’’

হিরণের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘উনি তো বিজেপিতে আছেন। কাদা ছুড়ছেন কেন? সিবিআই, ইডিকে চিঠি পাঠান। সবার আগে হিরণ বলুন শুভেন্দুর কথা। যিনি নিজে স্বীকার করেছেন নারদ-কাণ্ডের কথা।’’

অন্য বিষয়গুলি:

Hiran Chatterjee Dev Saayoni Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy