Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
Akhil Giri

মমতার উপস্থিতিতে গীতাপাঠ হবে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে, দাবি রাজ্যেরমন্ত্রীর, শুনে শুভেন্দু কী বললেন?

গত রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির আয়োজন করেছিল অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল।

An image of Akhil Giri

রাজ্যের মন্ত্রী অখিল গিরি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৯
Share: Save:

ব্রিগেডের মতো দিঘাতেও ‘গীতাপাঠ’ হবে। আগামী বছর দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সেই অনুষ্ঠানে গীতাপাঠের আসর বসানো হবে বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

গত রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির আয়োজন করেছিল অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত তিনি আসেননি। ওই কর্মসূচি প্রস্তুতি-পর্বে প্রধানমন্ত্রীর আসা নিয়ে জল্পনার মাঝেই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তরফে পাল্টা কলকাতায় চণ্ডীপাঠের আসর বসানোর কথা বলা হয়েছিল। তাতে মুখমন্ত্রী মমতাকেও আমন্ত্রণ জানানো হবে বলে দাবি করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে। সেই কর্মসূচি নিয়ে জল্পনায় অখিলের নাম উঠে এসেছিল। শোনা গিয়েছিল, সংগঠনের কর্তারা অখিল এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছেন। যদিও সেই অনুষ্ঠান হয়নি শেষ পর্যন্ত। বুধবার রামনগরে একটি দলীয় কর্মসূচিতে গিয়ে এ বার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গীতাপাঠের কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্রাহ্মণদের এনে গীতাপাঠের আসর বসানো হবে। কিছু সমস্যার জন্য চণ্ডীপাঠ করা যায়নি। তবে এ বার গীতাপাঠের আয়োজন হবেই।’’

জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতাও থাকবেন বলে দাবি করেছেন অখিল। তিনি বলেন, ‘‘মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অনুষ্ঠানটি সম্পূর্ণ সরকারি ভাবে আয়োজিত হবে। আমরা সেখানে সহযোগিতা করব। গীতাপাঠের অনুষ্ঠানে জেলা থেকেই প্রায় ১০ হাজার ব্রাহ্মণ হাজির থাকবেন।’’

অখিলের এই মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘যার-তার কথার কোনও উত্তর দেব না। এ নিয়ে আমার কোনও বক্তব্য নেই।’’

অন্য বিষয়গুলি:

Akhil Giri jagannath temple digha Gita Path
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy