ঘাটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবার ভার্চুয়াল বৈঠকের পর পূর্ব ঘোষিত সাংগঠনিক রদবদল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কোথায় কোথায় কী রদবদল হবে, তা নিয়ে এখন তৃণমূলের অভ্যন্তরে চলছে জল্পনা। শনিবারের ওই বৈঠকে দলের সবর্ভারতীয় নেতার মুখে রাজ্যের অন্য এলাকার পাশাপাশি ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনার সাংগঠনিক প্রসঙ্গও শোনা গিয়েছে। সেখানে চন্দ্রকোনার সার্বিক ফলাফলে দল যে সন্তুষ্ট নয়, তার আভাস দিয়েছেন অভিষেক। এর পরই ঘাটাল মহকুমা জুড়ে রদবদল নিয়ে শোরগোল পড়েছে শাসক শিবিরে।
গত বছর লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরই তৃণমূল শিবিরে রদবদলের চর্চা শুরু হয়েছিল। গোড়া থেকেই অভিষেকের মুখেই রদবদলের ইঙ্গিত শোনা গিয়েছিল। তবে এরই মাঝে ক’মাস ধরে তা নিয়ে তৃণমূলের শীর্ষ স্তরে নানা টানাপড়েন সামনে এসেছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকের পরই ফের সেই চর্চা প্রাসঙ্গিক হয়ে উঠেছে শাসক দলে। বিধানসভা ভোটকে মাথায় রেখে ভোটার তালিকার ত্রুটি ধরতে উঠেপড়ে লেগেছে শাসক দল। আসরে নেমেছে ‘আইপ্যাকও।’ যারা আগের মতোই এলাকায় এলাকায় ঘুরে দলের সংগঠনের কোথায় কী পরিস্থিতি, তার খোঁজ নেওয়া শুরু করেছে। ভোটের আগে সংগঠনকে ঢেলে সাজাতে তৎপর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শনিবারের বৈঠকের পর এই ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে।
সংগঠনের যারা কাজের লোক, তাদের যে রদবদল করা হবে না, এমন বার্তা ছিলই। লোকসভা ভোটের ফলাফলে যে এলাকায় দল পিছিয়ে ছিল, সেখানে নেতৃত্বদের আচরণ, ভূমিকা দেখে রদবদল হবে বলে সূত্রের খবর। ঘাটাল সাংগঠনিক জেলাতেও বড়সড় রদবদলের সম্ভবনা জোরালো হচ্ছে পাশাপাশি ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক, শহর, অঞ্চল-সহ শাখা সংগঠনেও বিক্ষিপ্ত ভাবে রদবদলের সম্ভবনা প্রবল বলে খবর। পুরপ্রধান স্তরেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে খবর। তৃণমূলের বিভিন্ন শিবির থেকে মহকুমার পাঁচটি ব্লক ও শহর সভাপতি পদে নাকি নতুন একাধিক নাম জমা পড়েছে।
তৃণমূল সূত্রের খবর, যে সব এলাকায় রদবদল হবে, তার একটা তালিকা আগেই তৈরি হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কের নামের তালিকা জমা দিতে বলেছিলেন। সেই সব তালিকাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গত এক বছরে সব স্তরের সাংগঠনিক ক্ষেত্রে নেতৃত্বদের কাজকর্ম, আচরণ-সহ সার্বিক সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখা শুরু হয়েছে। ‘আইপ্যাক’ অনেক আগেই মাঠে নেমেছে। সবকিছু খতিয়েই তৈরি হচ্ছে রদবদলের তালিকা। লোকসভা ভোটে যে সব এলাকায় দল পিছিয়ে ছিল, সেখানকার নেতৃত্বদের ভূমিকাও দেখছে দল। তৃণমূল সূত্রের খবর, শনিবার অভিষেক সরাসরি চন্দ্রকোনার নাম করে উষ্মা প্রকাশ করেন। লোকসভা ভোটে চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল। তবে তুলনামূলক ভাবে ঘাটাল ও দাসপুরের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন অভিষেক।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)