নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল গাঁজা। নিজস্ব চিত্র।
নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই নাকা চেকিং শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। ওড়িশা-বাংলা সীমান্তের সোনাকনিয়া এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল প্রায় এক কুইন্টাল গাঁজা। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। ধৃতদের মেদিনীপুর আদালতে তোলার পর নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (খড়্গপুর) রানা মুখোপাধ্যায় বলেছেন, ‘‘৬০ নম্বর জাতীয় সড়কে সোনাকনিয়া এলাকায় বুধবার রাতে নাকা চেকিং চালানো হচ্ছিল। সে সময় একটি গাড়ি থেকে উদ্ধার হয় ১০০ কেজি গাঁজা। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হল রাজু সর্দার, বিকাশরঞ্জন ভুটিয়া এবং বৈরাগী ভুটিয়া। রাজুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়। বিকাশ এবং বৈরাগীর বাড়ি ওড়িশায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিকভাবে জেনেছে, ওড়িশার গঞ্জাম এলাকা থেকে গাঁজা নিয়ে দক্ষিণ ২৪ পরগনায় পাচার করা হচ্ছিল।
মুর্শিদাবাদ জেলায় বড়ঞাঁ থানার ভবানিনগর গ্রামে এক গাঁজা ব্যবসায়ীর বাড়িতে বুধবার রাতে হানা দেয় পুলিশ। সেখান থেকে ২৫ কেজি গাঁজা-সহ ২ লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেফতার করেছে বড়ঞাঁ থানার পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy