Menu of Amit Shah's lunch at Sanatan Singh's home at West Medinipur's Balijuri village dgtld
AmiT Shah
ভাত, রুটি, খোসলাশাক, পটলভাজা... আর কী কী ছিল অমিত শাহের পাতে
শনিবার অমিত খাওয়াদাওয়া করলেন পশ্চিম মেদিনীপুরের শালবনির কর্ণগড় ১০ নম্বর পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামের সনাতন সিংহের বাড়িতে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৬:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
শুরুটা হয়েছিল মাহালি দম্পতিকে দিয়ে। ২০১৭ সালে। তার পর এ রাজ্যে এসে একাধিক দলিত-আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছেন বিজেপির শীর্ষনেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মেদিনীপুর সফরেও তাঁর ব্যতিক্রম হল না।
০২১৪
শনিবার অমিত খাওয়াদাওয়া করলেন পশ্চিম মেদিনীপুরের শালবনির কর্ণগড় ১০ নম্বর পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামের সনাতন সিংহের বাড়িতে।
০৩১৪
বছর ছাব্বিশের সনাতন পেশায় রাজমিস্ত্রী। বিঘা তিনেক জমিতে চাষও করেন তিনি। স্ত্রী সরস্বতী, মা যমুনা এবং ৩ বছরের মেয়ে সুস্মিতাকে নিয়ে থাকেন তিনি।
০৪১৪
সনাতনের মা এবং স্ত্রীই আজ রান্না করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। অমিত নিরামিষাশী। তাই তাঁর জন্য বিভিন্ন নিরামিষ পদ রান্না করা হয়েছিল।
০৫১৪
সনাতন ও তাঁর পরিবার অমিত, দিলীপ, কৈলাস, মুকুলদের খেতে দিয়েছিলেন মাটির থালার উপর কলাপাতায়।
০৬১৪
শনিবারের সেই মধ্যাহ্নভোজে অমিতের পাতে ছিল স্যালাড।
০৭১৪
ভাত এবং রুটি— দু’টির আয়োজনই করা হয়েছিল বিজেপি নেতাদের জন্য।
০৮১৪
খোসলাশাকও রান্না করা হয়েছিল অমিতের জন্য।
০৯১৪
ছিল ৩ রকমের ভাজা। শনিবারের মধ্যাহ্নভোজে অমিতের পাতে পড়েছিল পটলভাজা, উচ্ছেভাজা এবং ঢ্যাঁড়শভাজা।
১০১৪
১১১৪
করা হয়েছিল ২ ধরনের তরকারি। শুক্তো ছাড়াও ফুলকপির তরকারি খেয়েছেন অমিত।
১২১৪
ছিল চাটনি এবং পাপড়।
১৩১৪
অমিত-সহ বিজেপি নেতাদের শেষ পাতে পড়েছিল দই এবং নলেল গুড়ের মিষ্টি।
১৪১৪
সনাতনের বাড়িতে এই সব খাবার খেয়েই মেদিনীপুর কলেজ মাঠে সভার উদ্দেশে রওনা দেন অমিত শাহ।