সামনেই মতুয়া ধর্ম মহাসম্মেলন। তার আগে জাতীয় মতুয়া ধর্ম চিন্তন শিবির থেকে ইতিহাস স্মরণে রাখার ডাক দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের আয়োজনে রবিবার বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে ওই চিন্তন শিবিরে বিভিন্ন জেলা ও রাজ্যের বাইরে থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন। সেখানেই মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু বলেছেন, ‘‘একটা জাতি তখনই সামনের দিকে এগোতে পারে, যখন সে তার ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমাদের (মতুয়া) একটা লিখিত ইতিহাস আছে। সেই ইতিহাসের নিয়মিত চর্চা জরুরি।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘শিক্ষার গুরুত্ব সব চেয়ে বেশি। শিক্ষিত না-হলে আমরা সামাজিক ভাবে পিছিয়ে পড়ব। তাই খাও না খাও, তাতে ক্ষতি নাই, ঘরে ঘরে শিক্ষা দেওয়া চাই।’’ মতুয়াদের রাজনৈতিক প্রভাবের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তাঁর মন্তব্য, ‘‘গুরুচাঁদ ঠাকুর বলেছেন, রাজশক্তি ধরো। তা হলেই ক্ষমতা হাতে আসবে। ক্ষমতা থাকলে তোমার পরিচয় তৈরি হবে। আজ রাজনৈতিক ভাবে আমাদের উত্থান না-হলে আমরা ভাবতেই পারতাম না, কলকাতার বুকে প্রেক্ষাগৃহে এত বড় সভা করা যায়!’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)