দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। —নিজস্ব চিত্র।
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। যার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী বেশির ভাগ ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। চালানো সম্ভব হচ্ছে না ওড়িশাগামী ট্রেনগুলিও। এর ফলে যাত্রীদুর্ভোগের আশঙ্কা রয়েছে।
শুক্রবার বহু ট্রেন বাতিলের পর শনিবার অর্থাৎ ৩ জুনও বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন। সেগুলির মধ্যে অন্যতম, ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ১২৭০৩ হাওড়া-সেকন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস, ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ২০৮৮৯/২২৮৯০ হাওড়া-তিরুপতি-হাওড়া হমসফর এক্সপ্রেস। এ ছাড়াও খড়্গপুর থেকেও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। সেগুলি হল, ১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ০৮০৬৩/০৮০৬৪ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশাল। শালিমার স্টেশন থেকে ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
শনিবার অর্থাৎ ৩ জুনও বাতিল যে সব ট্রেন—
২২৮৯৫/২২৮৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস
১২৭০৩ হাওড়া-সেকন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস
১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস
২০৮৮৯ হাওড়া-তিরুপতি হমসফর এক্সপ্রেস
১২৮৬৩ হাওড়া-তিরুপতি হমসফর এক্সপ্রেস
১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল
১৮০৪৩ হাওড়া-জলেশ্বর বাঘাযতীন এক্সপ্রেস
১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস
এ ছাড়া খড়্গপুর থেকেও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। সেগুলি হল—
১৮০২১ খড়্গপুর-খুড়দা রোড এক্সপ্রেস
১৮০৩৭ খড়্গপুর-জাজপুর এক্সপ্রেস
০৮০৬৩/০৮০৬৪ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশাল
শালিমার স্টেশন থেকে বাতিল করা হয়েছে—
১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
১২৮২১/১২৮২২ পুরী-শালিমার-পুরী ধৌলী এক্সপ্রেস
১৮৪০৯ শালিমার-পুরী এক্সপ্রেস
শনিবার আরও বেশ কিছু ট্রেন বাতিল করেছে রেল। তার মধ্যে রয়েছে—
০৮৪১৫/০৮৪১৬ জলেশ্বর-পুরী-জলেশ্বর মেমু স্পেশাল
০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর মেমু স্পেশাল
১২৮৯১/১২৮৯২ বাংরিপসি-পুরী-বাংরিপোসি সুপারফাস্ট
০৮০৩১/০৮০৩২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল
১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস
১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর মেমু
১২০৭৩/১২০৭৪ জনশতাব্দী এক্সপ্রেস
১২২৭৭/১২২৭৮ হাওড়া-পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
১২৮১৫ পুরী-আনন্দবিহার নন্দনকানন এক্সপ্রেস
০৮৪৩৯ পুরী-পটনা এক্সপ্রেস
১২৫০৯ বেঙ্গালুরু-গুয়াহাটি সুফারফাস্ট এক্সপ্রেস
১২৮৪২ চেন্নাই-শালিমার করমণ্ডল এক্সপ্রেস
১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট
১৮৪১০ পুরী-শালিমার জগন্নাথ এক্সপ্রেস
০৮০১২ পুরী-ভাঞ্জপুর স্পেশাল
০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল
১২৬৬৬ কন্যাকুমারী-হাওড়া সুফারফাস্ট
২২৮৮৯/২২৮৯০ দিঘা-পুরী-দিঘা সুপারফাস্ট
১২৫৫১ বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট
১২৮৬৪ বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট
১২২৫৩ বেঙ্গালুরু-ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস
দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে রয়েছে ২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই সেন্ট্রাল এসএফ এক্সপ্রেস, দীঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, ২২৮১৭ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন।
০৮৪১৫ জলেশ্বর-পুরী এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন সংক্ষিপ্ত যাত্রাপথে চলবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা নামার ঠিক আগে বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়। এই ঘটনায় সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে নিহত এবং আহতের সংখ্যা। শনিবার সকাল ৯টা পর্যন্ত রেলসূত্রে মৃতের সংখ্যা ২৩৮ বলে জানানো হয়েছে। আহত ৬৫০জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy