—প্রতীকী চিত্র।
মোবাইল চুরির সন্দেহে এক যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল বীরভূমে। বৃহস্পতিবার মল্লারপুর থানার কোটগ্রামে ঘটনাটি ঘটেছে। মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহৃত যুবকের বাবা।
স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম রমজান শেখ। তাঁকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। রমজানের বাবা নোসেউদ্দিন শেখ অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তাঁর ছেলেকে দক্ষিণগ্রাম থেকে তুলে যান অভিযুক্ত প্রতিবেশী ও তাঁর পরিবারের লোকজন। এর পর রমজানকে নিমগাছে বেঁধে লাঠি, এমনকি লোহার রড দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। নোসেউদ্দিন জানান, রমজানকে মারধর করা হচ্ছে শুনে বাড়ির লোকেরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। এর পর সেখান থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। প্রহৃতের পরিবারের দাবি, আগের আক্রোশ থেকে মোবাইল চুরির অপবাদ দিয়ে রমজানকে মারধর করা হয়েছে।
বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক কংগ্রেস কর্মীকেও গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ইতিমধ্যেই তৃণমূল বুথ সভাপতি-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy