লজেন্সের লোভ দেখিয়ে শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল পুরসভার কর্মী এক প্রৌঢ়ের বিরুদ্ধে! বুধবার দুপুরে বেহালার মণ্ডলপাড়ায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই অভিযুক্তকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয় মহিলারা ওই প্রৌঢ়কে মারধর করতে শুরু করেন। মুখে কালি লেপে দেওয়া হয় বলেও অভিযোগ। পরে হরিদেবপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। ওই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়ির অদূরে খেলছিল ওই শিশু। সামনেই একটি দাঁড়িয়ে থাকা অটোতে পঞ্চাশোর্ধ্ব ওই প্রৌঢ় বসেছিলেন। অভিযোগ, তখনই তিনি আশপাশে কারও না থাকার সুযোগ নিয়ে লজেন্স দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ডাকেন। শিশুটি অটোয় ওঠার পর প্রৌঢ় তাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। খবর প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ছুটে এসে প্রৌঢ়কে ঘিরে ধরেন এলাকাবাসীরা। অভিযুক্তকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে মারধরও করতে থাকেন স্থানীয় মহিলারা। মুখে লেপে দেওয়া হয় কালি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। তারাই প্রৌঢ়কে উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি পুরসভার কর্মী। তবে কী ভাবে ওই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা মমতা মণ্ডলের কথায়, ‘‘ওই ব্যক্তি মাঝেমাঝেই পুরসভার তরফে রাস্তায় কাজ করতে আসতেন। বুধবারও এসেছিলেন। তখনই লজেন্স দেওয়ার নাম করে শিশুটিকে ডেকে যৌন হেনস্থা করেন ওই প্রৌঢ়। অনেকেই গোটা ঘটনাটা দেখেছেন। তার পর আমরাই ওঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা এর বিচার চাই। আমরা চাই দোষীর শাস্তি হোক।’’