বাংলার বিধানসভা ভোটে তৃতীয়বার বড় জয়লাভের পর ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার মঞ্চ থেকে ‘খেলা হবে’ দিবসের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
স্বাধীনতা দিবসের আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছিলেন, ‘‘১৬ অগস্ট খেলা হবে দিবস, ওই দিন খেলাধূলা করতে হবে। রাস্তায় নামতে হবে।’’ মঙ্গলবার সকালেও মমতা খেলা হবে দিবসের শুভেচ্ছা জানালেন, রাজ্যের তরুণদের। মুখ্যমন্ত্রী লিখলেন, ‘গত বছর এই দিনটা খুব ভাল ভাবে পালন করা হয়েছিল। এ বছর আরও বেশি করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দেখতে চাই। ওঁরাই উন্নয়নের সবচেয়ে সম্ভাবনাময় বাহক। আমি চাই এই দিনটা এ রাজ্যে তরুণ নাগরিকদের জেদ এবং আবেগের প্রকাশের প্রতীক হয়ে থাকুক।’
‘খেলা হবে’ দিবসের ঘোষণা গত বছরই করেছিলেন মমতা। বিধানসভা ভোটে বড় জয়লাভের পর ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার মঞ্চ থেকে মমতা জানিয়েছিলেন, ১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস পালন করা হবে। রবিবার বেহালার সভাতেও দিনটির কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেছিলেন, ‘‘১৬ অগস্ট খেলা হবে দিবস। খেলা হবে, সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন।’’
বস্তুত ওই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামার ডাকও দিয়েছিলেন মমতা। ইডি-সিবিআইয়ের সাহায্যে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগের প্রতিবাদে রাস্তায় নামার পরামর্শ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, ‘‘নতুন করে আরেকটা রাজনৈতিক যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা হবে খেলা হবে দিবস থেকে। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন ভাল লাগবে। রাস্তায় নামতে হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।’’ যদিও মঙ্গলবার টুইটারে রাজ্যের তরুণ প্রজন্মের প্রতি ‘খেলা হবে’ দিবসের শুভেচ্ছা বার্তায় মমতা আন্দোলন প্রসঙ্গে কিছু বলেননি। তবে নেত্রীর নির্দেশে মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
I want to extend my heartfelt wishes on #KhelaHobeDibas.
— Mamata Banerjee (@MamataOfficial) August 16, 2022
After the exemplary success of the event last year, we look forward to greater participation by the youth today.
Let this day uphold the zeal of our young citizens, who are the most credible harbingers of progress!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy