অভিষেকের সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার পাত্রসায়রে কুচিবাগান মাঠে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুন্তল ঘোষের চিঠি মামলায় শনিবার সকাল ১১টায় অভিষেককে তলব করেছে সিবিআই। সেই নোটিস পাওয়ার পরই হাজিরা দিতে ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ওই নির্ধারিত কর্মসূচিতে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন মমতা।
রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তলের চিঠি মামলায় প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। সেই নির্দেশের পরের দিনই অভিষেককে তলব করল সিবিআই। শনিবার নিজাম প্যালেসে (কলকাতায় যেখানে সিবিআই দফতর রয়েছে) সকাল ১১টায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই অভিষেক জানিয়েছিলেন যে, সিবিআই ডাকলে তিনি ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় যাবেন। সিবিআইয়ের নোটিসের পরই শুক্রবারই কলকাতায় ফেরার কথা জানিয়েছেন অভিষেক। সিবিআই দফতরে হাজিরা নিয়ে টুইটও করেছেন তৃণমূল সাংসদ।
I have received a summon from the CBI to appear before them tomorrow, on 20th May'23 for examination.
— Abhishek Banerjee (@abhishekaitc) May 19, 2023
Despite not being given even a day’s prior notice, I will still abide by the summon.
I will give my full cooperation during the course of the investigation. (1/2) pic.twitter.com/lh7DJY6MQW
পঞ্চায়েত ভোটের আগে ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়েছে তৃণমূল। যার মূল হোতা অভিষেক। ৬০ দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় জনসংযোগ করছেন অভিষেক। সিবিআইয়ের তলবের কারণে সেই কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরছেন তিনি। বাঁকুড়ায় অভিষেকের ওই কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। এর আগে, মালদহের ইংরেজবাজারে ওই কর্মসূচিতে অভিষেকের মঞ্চে দেখা গিয়েছিল মমতাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy