Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Mamata Banerjee

দিল্লি অচলের ডাক, হুঁশিয়ারি মোদীর বাড়ির সামনে বসারও

রাজ্যের অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর থেকে একশো দিনের কাজের প্রকল্পে ৭০০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাতে ১৭ লক্ষ পরিবার আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন।

Picture of Mamata Banerjee.

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ০৫:৫১
Share: Save:

বিভিন্ন প্রকল্পে বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েন চলছিলই। বুধবার ‘বঞ্চনা’র অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে রেড রোডের ধর্না মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ধর্না দেওয়ার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এ দিন ছাত্র-যুবদের সভায় রাজ্যের প্রাপ্য আদায়ে দিল্লি অচল করার হুমকি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।

রাজ্যের অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর থেকে একশো দিনের কাজের প্রকল্পে ৭০০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাতে ১৭ লক্ষ পরিবার আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮২০০ কোটি টাকা বকেয়া রয়েছে প্রায় ১১ লক্ষ পরিবারের বাড়ি তৈরির জন্য। সব মিলিয়ে ১ লক্ষ কোটি টাকার বেশি অর্থ তারা কেন্দ্রের থেকে পায় বলে রাজ্যের দাবি। তার বিরুদ্ধেই এ দিন থেকে ধর্না শুরু করেছেন মমতা। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষের দাবি আদায়ে এক বার নয়, এক কোটি বার ধর্নায় বসব। মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। মমতার হিম্মত রয়েছে। দরকারে প্রধানমন্ত্রীর বাড়ির পাশেও বসতে পারি। আমি জনপ্রতিনিধি।’’

ধর্না মঞ্চের অদূরেই এ দিন দুপুরে শহিদ মিনারের পাদদেশে সভায় অভিষেক বলেন, ‘‘দিল্লির দানবের কাছে বাংলা মাথা নত করবে না। এই আন্দোলন আমরা দিল্লিতে নিয়ে যাব। দিল্লি অচল করে দেখাব। এই দাবি দিল্লি থেকে ছিনিয়ে আনব। আমি জেদি ছেলে, দরকারে একাই যাব।’’

কেন্দ্রের পরামর্শ মেনে তাদের প্রকল্পগুলি নিয়ে রাজ্য পদক্ষেপ করার পরেও মোদী সরকার একের পর এক দল পাঠাচ্ছে বলে অভিযোগ রাজ্যের। মমতার ধর্না মঞ্চে এসে এ দিন অভিষেকের দাবি, ১৫১টি কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানো হয়েছে। প্রতি মাসে ৬-৭টি করে দল এসেছে। তাঁর অভিযোগ, শুধু আবাস বা একশো দিনের কাজে নয়, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ১০৭টি প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্র। গত এক বছরেই ৬৬টি প্রকল্পে টাকা দেয়নি। তাঁর কথায়, ‘‘ইডি-সিবিআই লাগান। যত খুশি ক্ষমতা প্রয়োগ করুন। কিছু করতে পারবেন না। রাজ্যের যত ঋণই হোক না কেন, মানুষ পরিষেবা পেয়েছেন। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে। তা পেলে ৫০ লক্ষ মানুষের বাড়ি, জেলায়-জেলায় সেতু সমেত অনেক কাজ রাজ্য হতে পারত।’’ মুখ্যমন্ত্রীর উদ্দেশে অভিষেক বলেন, ‘‘অনুমতি দিন, আজকের ধর্না থেকে দিল্লিতেও ধর্না সংগঠিত করব।’’

কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে প্রশ্ন তোলেন মমতাও। এত লোকের বিমান ভাড়া, খাওয়া-থাকার খরচ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘‘ওই টাকা পেলেও কিছু গরিব মানুষকে দেওয়া যেত। বলে আসছে (রাজ্য বিজেপি), টাকা দিও না, আমরা জিততে পারব না। তৃণমূল সরকার কাজ করে দেখিয়ে দেবে।’’ বুধবার রাতে ধর্না মঞ্চেই ছিলেন মমতা। আজ, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধর্না কর্মসূচি চলবে। পরে এক ফেসবুক পোস্টে মমতা লেখেন, “আমার প্রাণ থাকতে বাংলার কেউ ক্ষতি করতে পারবে না।... এই অরাজকতার পতন অবশ্যম্ভাবী।”

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Dharna Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy