Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
West Bengal Assembly By Election Results 2024

আমরা পাহারাদার: ছয়ে ছয় পেয়ে জয়ে উচ্ছ্বসিত মমতা! ‘জমিদার’ প্রসঙ্গ অভিষেকের বক্তব্যেও

পশ্চিমবঙ্গের পাঁচ জেলার ছ’টি আসনের চারটিতেই তৃণমূলের প্রার্থীদের জয় ঘোষিত। মেদিনীপুর এবং তালড্যাংরায় এখনও গণনা চলছে, তবে এগিয়ে আছে তৃণমূলই।

(বাঁ দিকে) তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৪:৪১
Share: Save:

ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। ছয়ের মধ্যে পাঁচটি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী তৃণমূল প্রার্থীরা। তালড্যাংরায় গণনা চলছে। তবে সেখানেও এগিয়ে তৃণমূল প্রার্থী। শনিবার দুপুরে উপনির্বাচনের ফল কার্যত পরিষ্কার হয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। এর ফলে আগামী দিনে তৃণমূল মানুষের জন্য কাজ করায় আরও বেশি উৎসাহ পাবে বলেও জানিয়েছেন তিনি। মানুষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের ‘সেনাপতি’ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নাম না করে বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করেছেন দু’জনেই।

উপনির্বাচনের ফল নিয়ে সমাজমাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, ‘‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়।’’ এর পরেই ‘জমিদার প্রসঙ্গ’ উঠে এসেছে মমতার বক্তব্যে। তৃণমূল এর আগে অনেক বার বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করেছে। ছয়ে ছয় পরিষ্কার হওয়ার পর মমতা বলেছেন, ‘‘আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে।’’

‘জমিদার’ কটাক্ষ ঝরে পড়েছে অভিষেকের পোস্টেও। তিনি লিখেছেন, ‘‘উপনির্বাচনের ছ’টি আসনেই জয়লাভের জন্য তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা। বাংলাকে অসম্মান করার জন্য নিজেদের স্বার্থে সংবাদমাধ্যম ও কলকাতা হাই কোর্টের একাংশ এবং জমিদারদের তৈরি করা আখ্যান ভেস্তে দিয়েছে তৃণমূল।’’ এর পর মাদারিহাটের মানুষকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। ওই কেন্দ্রটি বিজেপির দখলে ছিল। উপনির্বাচনে তা-ও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। অভিষেকের কথায়, ‘‘মাদারিহাটের মানুষকে বিশেষ ভাবে ধন্যবাদ। আমাদের প্রথম বার সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা। গণতান্ত্রিক ভাবে বাংলা-বিরোধীদের হারিয়ে আমাদের উপরে ভরসা রাখার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি মাথা নত করছি।’’ দলের তৃণমূল স্তরের নেতা-কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন ‘সেনাপতি’।

পশ্চিমবঙ্গের পাঁচ রাজ্যের ছ’টি আসনে উপনির্বাচন হয়েছে গত ১৩ নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিতে শনিবার সকাল থেকে শুরু হয় ভোটগণনা। দুপুরের মধ্যে পাঁচটি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী বলে ঘোষিত। উপনির্বাচনে এমনিতেই শাসকদলের পালে জয়ের হাওয়া থাকে। সিতাই, নৈহাটি এবং হাড়োয়ায় তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত ছিল। তবে বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাটে ২৮ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এ ছাড়া, সিতাইয়ে সঙ্গীতা রায়, নৈহাটিতে সনৎ দে এবং হাড়োয়াতে শেখ রবিউল ইসলাম বড় ব্যবধানে জিতেছেন। তালড্যাংরার ফল এখনও ঘোষিত নয়। তবে ওই কেন্দ্রেও এগিয়ে তৃণমূল।

অন্য বিষয়গুলি:

West bengal Assembly West Bengal Assembly Elections West Bengal By-Poll west bengal by-election Mamata Banerjee Abhishek Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy