Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
R G Kar Medical College And Hospital Incident

কংগ্রেস শাসিত রাজ্যে ধর্ষণ-ব্যাধি দূর করতে কী করা হয়েছে? ‘ইন্ডিয়া’র শরিক রাহুলকে খোঁচা মমতার

কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি কংগ্রেসকে বলছি, আপনারা তো অনেক রাজ্যে সরকার চালান। ধর্ষণের ঘটনায় সুবিচার নিশ্চিত করতে সেখানে আপনারা কী কী পদক্ষেপ করেছেন?’’

(বাঁ দিকে) রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। ছবি: পিটিআই এবং ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২২:৫৯
Share: Save:

ধর্ষণ একটি সামাজিক ব্যধি। তা দূর করতে ক্ষমতাসীন রাজ্যগুলিতে কী কী পদক্ষেপ করেছে কংগ্রেস? আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা প্রসঙ্গে ‘ইন্ডিয়া’ শরিক কংগ্রেসকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর নিয়ে একটি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কলকাতার ঘটনাকে উত্তরপ্রদেশের হাথরসের সঙ্গেও তুলনা করেছেন তিনি। রাহুলের নাম না করে বুধবার কংগ্রেসকে খোঁচা দিয়েছেন মমতাও।

প্রাক্‌-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্ষণের বিবিধ ঘটনার উল্লেখ করেন মমতা। টানেন হাথরসকাণ্ডের প্রসঙ্গও। এর পরেই কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি কংগ্রেসকে বলছি, আপনারা তো অনেক রাজ্যে সরকার চালান। ধর্ষণের ঘটনায় সুবিচার নিশ্চিত করতে সেখানে আপনারা কী কী পদক্ষেপ করেছেন?’’

আরজি কর নিয়ে রাহুল বুধবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছিলেন, ‘‘কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের জঘন্য ঘটনায় হতবাক গোটা দেশ। যে ভাবে তাঁর উপর নৃশংস, অমানবিক অত্যাচার হয়েছে, তাতে চিকিৎসক সমাজ এবং নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ স্পষ্ট।’’ এর পরেই রাজ্যকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘‘ন্যায়বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিক্যাল কলেজের মতো জায়গায় যদি চিকিৎসকেরা নিরাপদ না থাকেন, তা হলে অভিভাবকেরা কোন ভরসায় তাঁদের মেয়েকে পড়তে পাঠাবেন?’’ অর্থাৎ, আরজি করের ঘটনায় যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ-প্রশাসনকেই দুষছেন রাহুল, তা স্পষ্ট। কংগ্রেস এবং তৃণমূল কেন্দ্রে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক। ওই জোটের তৃণমূল বৃহত্তম দল তৃণমূল। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বিরোধী জোটের এই দুই শরিকের তরজা তাই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্ষণের ঘটনার উল্লেখ করে মমতা বলেছেন, ‘‘মৃত্যু নিয়ে কেউ রাজনীতি করবেন না। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি আমাদের সকলকে মিলে দূর করতে হবে। এই ঘটনা এর আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে ঘটেছে। মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানো হয়েছে। সেখানকার বিজেপি সরকার কী করেছে? সিপিএমই বা কী করেছে? আমরা কিন্তু আমাদের প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। উন্নাওয়ের ঘটনার সময় বিজেপি কী করেছে? হাথরসকাণ্ডে কী করেছে? পরিবারের অনুমতি ছাড়াই দেহ সৎকার করে ফেলা হয়েছিল।’’

আরজি করের ঘটনায় পাল্টা কর্মসূচির ডাক দিয়েছেন মমতা। ১৭ অগস্ট থেকে দোষীদের ফাঁসি চেয়ে এবং বিরোধীদের চক্রান্তেনর বিরুদ্ধে দলের কর্মী-সমর্থকদের পথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। নিজে হাঁটবেন ১৬ তারিখের কর্মসূচিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE