Advertisement
২৫ জানুয়ারি ২০২৫
Narendra Modi

আমন্ত্রণ করেনি বিশ্বভারতী, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিলেন, শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানায়নি বিশ্বভারতী।

মমতা বন্দ্য়োপাধ্যায়— ফাইল চিত্র।

মমতা বন্দ্য়োপাধ্যায়— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৮:৪৬
Share: Save:

শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তাঁকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে চিঠি বা ফোনে তাঁকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি।

শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘‘কে ডাকল? কখন ডাকল?’’ এরপর তাঁর মন্তব্য, ‘‘আমি কোনও আমন্ত্রণ পাইনি। না পেয়েছি চিঠি, না পেয়েছি ফোন।’’

বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের আরও প্রসঙ্গ এসেছে মুখ্যমন্ত্রীর মন্তব্যে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি অসম্মান করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘অমর্ত্যবাবুর অমর্যাদা আমরা হতে দেব না।’’ পাশাপাশি, বিশ্বভারতীয় শিক্ষার পরিবেশ বজায় রাখার কথা এবং পৌষমেলা বন্ধের প্রসঙ্গও এসেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘শান্তি থাকবে, পড়াশোনার পরিবেশ থাকবে, পৌষমেলাও থাকবে।’’ প্রশ্ন তুলেছেন, ‘‘পৌষমেলা কেন বন্ধ হল?’’

সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের তাজপুরে নতুন বন্দর গড়ার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা লগ্নি হবে। কর্মসংস্থান হবে ২৫ হাজার মানুষের।’’ সিঙ্গুরে অ্য়াগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ঘোষণা করে তাঁর মন্তব্য, ‘‘আমরা কৃষকদের জমি ফেরত দিয়েছি। অর্থসাহায্যের ব্যবস্থা করেছি। ’’ রাজ্যে নতুন শিল্প গড়তে কোথাও জমির কোনও সমস্যা নেই বলেও জানান তিনি। বলেন, ‘‘বাগডোগরায় বিমানবন্দর সম্প্রসারণের জন্য আমরা জমির ব্যবস্থা করেছি।’’

বিশ্বভারতীয় আচার্য পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শতবর্ষ অনুষ্ঠানের আমন্ত্রণ-বিতর্ক তাই রাজনৈতিক মাত্রা পেয়েছে ইতিমধ্যেই। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিলেন, শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাননি বিশ্বভারতী কর্তৃপক্ষ। শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ৪ ডিসেম্বর লেখা চিঠির প্রতিলিপি অবশ্য বিজেপি-র তরফে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। বিজেপি-র অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষ আমন্ত্রণ জানালেও মুখ্যমন্ত্রী তা গ্রহণ করেননি।

আরও পড়ুন: রবীন্দ্রনাথের মেজদাকে বড়দা বলে গেলেন মোদী, কটাক্ষ ব্রাত্যর

আরও পড়ুন: বিশ্বভারতীর শতবর্ষে আমন্ত্রণই পাননি মুখ্যমন্ত্রী, দাবি তৃণমূলের​

অন্য বিষয়গুলি:

Narendra Modi Visva Bharati Bratya Basu Rabindranath Tagore tmc BJP visva bharati centenary Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy