গ্রাফিক: সনৎ সিংহ।
নদিয়ার হাঁসখালিতে পথদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর পাশাপাশি সাহায্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রবিবার সকালে দু’টি টুইট করেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুঃখপ্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘নদিয়ায় পথ দুর্ঘটনার খবর পেয়ে হৃদয় স্তব্ধ হল। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কঠিন সময় পেরতো ভগবান উনাদের শক্তি দিন।’ অপর এক টুইটে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার দুর্ঘটনাগ্রস্তদের সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কঠিন সময়ে আমরা পাশে আছি।’’
Heartbroken to hear about the road accident in Nadia.
— Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2021
I offer my deepest condolences to the bereaved families and pray for the speedy recovery of those who were injured.
May God give them the strength to get past this difficult time. (1/2)
রাজ্যপাল টুইটে লিখেছেন, ‘নদিয়া জেলায় দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু এবং ৫ জনের আহত হয়েছেন। এই খবর বেদনাদায়ক। আশা রাখছি, মৃতদের পরিবারকে মমতার সরকার সাহায্য করবে। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা প্রচার দরকার।’
Deeply pained at reported death of 18 people and 5 others injured in Nadia District after the vehicle they were travelling in collided with a truck parked on the side of road.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 28, 2021
Expect all efforts @MamataOfficial to the family of deceased and injured. Need to promote Road Safety.
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়ে সমবেদনা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় করা টুইটে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওঁদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
— Amit Shah (@AmitShah) November 28, 2021
প্রসঙ্গত, শনিবার গভীর রাতে সৎকার করতে যাওয়া শ্মশানযাত্রীদের ম্যাটাডোর পিছন থেকে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরিতে। যার জেরে এখনও অবধি ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েক জন হাসপাতালে চিকিৎসাধীন। নদিয়া জেলার হাঁসখালিতে ঘটেছে এই দুর্ঘটনা। ম্যাটাডোরটি উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা থেকে আসছিল বলে জানা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy