এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৮:৪৮
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় চালু
স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি থেকে।
অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল
পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় পাঠশালা। ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের পড়ানোর ব্যবস্থা করবেন।
খুলছে কলেজ, পলিটেকনিক, আইটিআই, বিশ্ববিদ্যালয়।
প্রাইমারি স্কুল খোলার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নয়।
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৬:৫৩
স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানে হবে সরস্বতী পুজো
সরস্বতী পুজো উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে ৪ এবং ৫ ফেব্রুয়ারি। তার আগে ৩ তারিখ স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীরা সরস্বতী পুজোর প্রস্তুতি নিতে পারবে বলে ঘোষণা করলেন মমতা।
Advertisement
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৬:৩০
খোলা হবে হস্টেলও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দফতরের তরফে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির হস্টেল খোলার ব্যাপারে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এবার ছাত্রছা্ত্রীদের প্রয়োজন অনুযায়ী হস্টেলও খোলার প্রস্তুতি নিতে হবে।
হস্টেলগুলিতে আবাসিকদের করোনা বিধি মেনেই থাকতে হবে। তবে হস্টেল খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই।
ওই নির্দেশিকায় রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয়েছে অবিলম্বে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করতে।
২ ফেব্রুয়ারি থেকে নিয়িমত অবকাশে স্যানিটাইজিংয়ের কাজ শুরু করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৬:২৭
ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে এবার অফিসে, ছাড় অন্যান্য জমায়েতেও
৭৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি এবং বেসরকারি অফিস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা। রাস্তার মিটিং মিছিলে ২০০ জনের বিধিনিষেধ জারি থাকবে।
অডিটোরিয়াম, রেস্তরাঁ এবং পানশালাতেও অতিথি সংখ্যায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
ক্রীড়া ক্ষেত্রে মোট আসনের ৭৫ শতাংশ দর্শকদের জন্য খুলে দেওয়া যাবে।
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৬:২২
রাজ্যে নয়া বিধিনিষেধ মঙ্গলবার থেকে ১৫ দিন
বিভিন্ন ক্ষেত্রে ছাড়-সহ রাজ্যে বিধিনিষেধ চালু থাকবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নৈশ কারফিউ-এর সময় কিছুটা কমানো হল। রাত ১০টা থেকে ভোর ৫টার বদলে এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৬:২০
চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানও
১৫ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে দুয়ারে সরকার। মঙ্গলবারর থেকে শুরু পাড়ায় পাড়ায় সমাধানের কাজও।