টুইট করে নির্মলার বাজটকে আক্রমণ মমতার। গ্রাফিক্স - সৌভিক দেবনাথ।
বাজেট পেশ শেষ হওয়ার পরেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মোদী সরকারের বাজেটকে কটাক্ষ করে দিলেন পেগাসাস খোঁচা। টুইটে তিনি লেখেন, ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য, তাঁরা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির দ্বারা পিষ্ট হচ্ছেন। সরকার বড় বড় কথায় হারিয়ে গিয়েছে, কিছুই বোঝাতে পারেনি তারা। এটি পেগাসাস স্পিন বাজেট।' পেগাসাস ইস্যু যে নরেন্দ্র মোদী সরকারকে এই বাজেট অধিবেশনে একাধিক প্রশ্নের মুখে ফেলতে চলেছে, তা মমতা বুঝিয়ে দিয়েছেন নিজের কড়া টুইট দিয়েই। এমনটাই মত জাতীয় রাজনীতির কারবারিদের।
মমতা ছাড়াও টুইট করে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। হিরের উপর আমদানি শুল্ক কমানোর বিষয়টিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, 'হিরে এই সরকারের পরম বন্ধু। বাকি কৃষক, মধ্যবিত্ত, দিন এনে দিন খাওয়া মানুষ ও বেকারদের জন্য প্রধানমন্ত্রী কিছুই করেননি।' প্রসঙ্গত, বাজেট পেশ হওয়ার পর এটি বাংলার শাসক শিবির থেকে প্রাথমিক প্রতিক্রিয়া। টুইটের পাশাপাশি, দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাজেট নিয়ে দলের বিস্তারিত অবস্থানের কথা জানাতে পারেন লোকসভার সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়রা। তা ছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকেও বাজেট নিয়ে দেওয়া হতে পারে কড়া বিবৃতি।
BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING - A PEGASUS SPIN BUDGET
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy