মঙ্গলবার বঙ্গজননী কমিটি ধর্নায় বসছে
দুর্গাপুজোকে ঘিরে ফের সঙ্ঘাতের আবহ। টুইটারে সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকগুলি পুজো কমিটিকে আয়কর দফতর নোটিস পাঠিয়েছে বলে জানিয়ে ধর্না কর্মসূচি ঘোষণা করলেন তিনি। আগামী মঙ্গলবার বঙ্গজননী কমিটি ধর্নায় বসছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
পুজো কমিটিগুলিকে আয়কর নোটিস ধরানোর ঘটনাকে কতটা উদ্বেগের সঙ্গে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা টুইটেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এক বার নয়, বিষয়টি নিয়ে দু’বার টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার বেলা ২টো ২৩ মিনিট নাগাদ ইংরেজিতে টুইট করেছেন। তার পরে ৩টে ১ মিনিটে আবার টুইট করেছেন বাংলায়।
আরও পড়ুন: ‘সরকারি ঘরে পিকে কেন’
আরও পড়ুন: বিধানসভায় আসুন, স্পিকারের ফোন শোভনকে
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আয়কর দফতর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত। উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে।’ এ রাজ্যের সরকার কী ভাবে গঙ্গাসাগর মেলার উপর থেকে কর প্রত্যাহার করে নিয়েছে, সে কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি— দুর্গাপুজো ও কমিটিগুলোর উপর কোনও রকম ট্যাক্স বসানো চলবে না।
আয়কর দপ্তর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত। (১/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2019
পুজো কমিটিগুলোর কাছে কর চেয়ে আয়কর দফতরের পাঠানো নোটিসের বিরোধিতা করেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারেই জানিয়ে দিয়েছেন যে, এই পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূলের বঙ্গজননী শাখা ধর্নায় বসবে। ১৩ অগস্ট রাজা সুবোধ মল্লিক স্কোয়্যারে এই ধর্না হবে বলে তিনি জানিয়েছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গজননী শাখা ধর্না দেবে বলে ঘোষণা করেছেন তৃণমূল চেয়ারপার্সন।
উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে। বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে। আমাদের দাবি, দুর্গা পুজো ও কমিটিগুলির ওপর কোন রকম ট্যাক্স বসানো চলবে না। (২/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2019
কোন কোন পুজো কমিটিকে আয়কর দফতর কর দেওয়ার জন্য নোটিস ধরিয়েছে, সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে কিছু লেখেননি। তবে তাঁর এই প্রতিবাদ নতুন কিছু নয়। গত বছরও দুর্গাপুজো মেটার পরে আয়কর নোটিস পৌঁছেছিল কলকাতার অনেকগুলি বড় পুজো কমিটির কাছে। জমা-খরচের হিসেব নিয়ে বেশ কয়েক বার আয়কর দফতরে ছুটতে দেখা গিয়েছিল কমিটিগুলোর কর্মকর্তাদের। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। দুর্গাপুজোর উপরে কর বসিয়ে বাঙালির সংস্কৃতির উপরে কেন্দ্রীয় সরকার আঘাত হানতে চাইছে বলে তিনি বিভিন্ন মঞ্চ থেকে তোপ দেগেছিলেন।
আগামী ১৩ই আগস্ট মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার বিপরীতে তৃণমূল কংগ্রেসের 'বঙ্গ জননী' শাখা ধর্নায় বসবে (সকাল ১০ টা - সন্ধ্যে ৬ টা)। কর্মকর্তারা, অংশগ্রহণকারীরা সহ সকলে, যারা বাংলাকে ভালোবাসেন, আসুন এবং যোগদান করুন। (৩/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2019
কিন্তু আয়কর দফতর তথা কেন্দ্রীয় সরকার যে সে তোপে পিছু হঠতে রাজি নয়, তা এ বার ফের স্পষ্ট হয়ে গেল। পুজোর বেশ কিছুটা আগেই এ বার কর চেয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হল বেশ কিছু কমিটির কাছে।
তৃণমূলও সহজে ছাড়তে নারাজ। মঙ্গলবার বঙ্গজননী শাখার ধর্নামঞ্চে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সরকার তথা দেশের শাসক দলের বিরুদ্ধে তীব্র তোপ দাগা হবে, তা নিয়ে রাজনৈতিক শিবিরের সংশয় কমই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy