Advertisement
০২ নভেম্বর ২০২৪
Madhyamik Results 2020

মাধ্যমিকের ফল বেরোচ্ছে আজ

মোট নম্বরের সঙ্গে বিষয়-ভিত্তিক নম্বরও দেখা যাবে ওয়েবসাইটে। এক সপ্তাহ পরে স্কুলে মার্কশিট পাওয়া যাবে। 

পরীক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে অথবা এসএমএস করে ফলাফল জানতে পারবে। ছবি: সংগৃহীত।

পরীক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে অথবা এসএমএস করে ফলাফল জানতে পারবে। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ০৪:০২
Share: Save:

মধ্যশিক্ষা পর্ষদ আজ, বুধবার সকাল ১০টায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এ কথা জানান। আজ প্রকাশিত হচ্ছে সিবিএসই-র দশম শ্রেণির ফলও। কাল, বৃহস্পতিবার বেলা ১১টায় ২০২০ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল প্রকাশ করবে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ১৭ জুলাই, শুক্রবার বেলা সাড়ে ৩টেয় বেরোবে উচ্চ মাধ্যমিকের ফল।

মাধ্যমিকের মেধা-তালিকা প্রকাশ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে করোনার জন্য সব বিষয়ের পরীক্ষা শেষ না-হওয়ায় উচ্চ মাধ্যমিকের মেধা-তালিকা প্রকাশিত হবে না।

এ বার লকডাউনে উচ্চ মাধ্যমিক, আইসিএসই, সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত হয়ে যায়। তবে মাধ্যমিকের সব বিষয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল তার আগেই। লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ১০ লক্ষ ৩৫ হাজার। উচ্চ মাধ্যমিকে বসেছিলেন অন্তত সাত লক্ষ ৯০ হাজার ছাত্রছাত্রী।

কোথায় কোথায় দেখা যাবে নম্বর

www.wbbse.org
http://wbresults.nic.in
www.exametc.com
abpananda.abplive.in
www.indiaresults.com
www.abpeducation.com
www.anandabazar.com
www.telegraphindia.com
www.schools9.com
www.jagranjosh.com
www.vidyavision.com
www.results.shiksha
www.fastresult.in

• এসএমএস করতে হলে টেক্সট মেসেজে গিয়ে WB10 লিখে একটা স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে ৫৬৭৬৭৫০ নম্বরে এসএমএস করতে হবে।
• গুগল প্লে স্টোরে গিয়ে madhyamik results 2020 অ্যাপ ডাউনলোড করে ফলাফল জানা যাবে।
• এ ছাড়া www.exametc.com-এ রোল নম্বর এবং মোবাইল নম্বর রেজিস্টার করা থাকলে ফল বেরোনোর পর ওই মোবাইল নম্বরে বিনামূল্যে এসএমএস আসবে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, আজ ফল প্রকাশ করবেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পরীক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে অথবা এসএমএস করে ফলাফল জানতে পারবে। মোট নম্বরের সঙ্গে বিষয়-ভিত্তিক নম্বরও দেখা যাবে ওয়েবসাইটে। এক সপ্তাহ পরে স্কুলে মার্কশিট পাওয়া যাবে।

আরও পড়ুন: লকডাউনে বিয়ে, এক মাসের মধ্যেই করোনায় মৃ্ত্যু চন্দননগরের শিক্ষিকার

আরও পড়ুন: বিধায়ক মৃত্যুতে পাকড়াও এক, আরও এক জনকে খুঁজছে পুলিশ

উচ্চ মাধ্যমিকের ফল জানতে...

উচ্চ মাধ্যমিকের ফল পাওয়া যাবে এই সব ওয়েবসাইট থেকে

http://wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.westbengal.shiksha
www.westbengalonline.in
www.indiaresults.com
www.jagranjosh.com
www.technoindiagroup.com
www.technoindiauniversity.ac.in
http://tigpublicschool.org
http://abpananda.abplive.in/
www.fastresult.in

• এসএমএস করে ফল জানতে গেলে টেক্সট মেসেজ বক্সে গিয়ে WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে ৫৪২৪২ অথবা ৫৬৭৬৭৫০ অথবা ৫৬২৬৩-তে পাঠাতে হবে।
www.results.shiksha এই অ্যাপ ডাউনলোড করেও ফল জানা যাবে।
• এ ছাড়া www.exametc.com এ রোল নম্বর এবং মোবাইল নম্বর রেজিস্টার করা থাকলে ফল বেরোনোর পর-পরই ওই মোবাইল নম্বরে বিনামূল্যে এসএমএস চলে আসবে।
• মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল জানা যাবে এই ওয়েবসাইটগুলো থেকে
http://www.wbbme.org
http://wbresults.nic.in
http://wwwexametc.com

• মেসেজ করেও জানা যাবে ফল। সে ক্ষেত্রে মোবাইলে টেক্সট মেসেজে গিয়ে WBBME লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬০৭০ নম্বরে এসএমএস করে ফল জানা যাবে।

উচ্চ মাধ্যমিকের মার্কশিট ৩১ জুলাই জেলার ৫২টি বিতরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। প্রধান শিক্ষক-শিক্ষিকারা সেখান থেকে মার্কশিট সংগ্রহ করে স্কুলে নিয়ে যাবেন। স্কুল জীবাণুমুক্ত করে পরীক্ষার্থী বা অভিভাবকদের ডেকে পারস্পরিক দূরত্ব বিধি মেনে মার্কশিট দেবেন তাঁরাই। হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানেরা জেলার বিতরণ কেন্দ্রে ২২ জুলাই থেকে মার্কশিট পাবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

সিবিএসই দশম

সিবিএসই-র দশমের পরীক্ষার ফল প্রকাশ
আজ। রেজাল্ট জানতে চোখ রাখুন:


ওয়েবসাইট
www.cbse.nic.in
www.cbseresults.nic.in
www.results.nic.in

স্কুল
সমস্ত পড়ুয়ার রেজাল্ট স্কুলে পাঠানো হবে। জানা যাবে সেখান থেকেও। এসএমএস এবং ই-মেলে

• পরীক্ষার্থীর নথিভুক্ত মোবাইল নম্বর এবং ই-মেল আইডি-তে রেজাল্ট জানানো হবে।
• তা পাওয়া যাবে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস করেও। লিখতে হবে:CBSE10 (ফাঁক) রোল নম্বর (ফাঁক) অ্যাডমিট কার্ড আইডি

আইভিআরএস পদ্ধতিতে
(যে ভাবে মোবাইলে গ্যাস সিলিন্ডার বুক করা হয়)
• দিল্লি ছাড়া বাকি দেশের জন্য নম্বর: ০১১-২৪৩০০৬৯৯
• রেজাল্ট হাতে পাওয়া যাবে উমঙ্গ (UMANG) অ্যাপ এবং ডিজি-লকারের মাধ্যমেও।

* তথ্যসূত্র: সিবিএসই

পরীক্ষার্থীদের আগাম সাফল্য কামনা করে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘সকলের জন্য আগাম শুভেচ্ছা রইল। সফল পরীক্ষার্থীদের জন্য আগাম অভিনন্দন তো রইলই। যারা সফল হল না, তারাও মন খারাপ করবে না। এক বার না-পারলে পরে ভাল করার চেষ্টা করতে হবে।’’

অন্য বিষয়গুলি:

Madhyamik Result 2020 Madhyamik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE