Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। —নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৭:২০
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৬:৫২ key status

লালবাজার অভিযান বিজেপির

লালবাজার অভিযানে বিজেপি। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে বহু জন আটক হয়েছেন। তাঁদের ছাড়াতে মঙ্গলবার বিকেলেই লালবাজার ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। মিছিলে ছিলেন সুকান্ত মজুমদার, রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়েরা। তবে লালবাজারের অদূরে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। অবস্থানে বসে পড়েন সুকান্তেরা।

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৬:৪৩ key status

বাবুঘাটে জ্বলল পুলিশের বাইক

বাবুঘাটে পুলিশের দু’টি মোটরবাইক জ্বালিয়ে দিলেন বিক্ষোভকারীরা। জলকামানের গাড়ি নিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টায় পুলিশ।

Advertisement
timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৬:৩৫ key status

চক্রান্ত ভেস্তে গিয়েছে বলে ধর্মঘটের ডাক, পাল্টা কুণাল

বিজেপির চক্রান্ত ভেস্তে গিয়েছে বলেই ধর্মঘটের ডাক। পাল্টা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, বুধবার জনজীবন অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। 

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৬:০৬ key status

১২ ঘণ্টার বন্‌ধ ডাকল বিজেপি

ছাত্রসমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্‌‌ধের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন, বুধবার সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে ‘সাধারণ ধর্মঘট’।

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৬:০০ key status

তিন ঘণ্টা পরেও বিক্ষিপ্ত অশান্তি

তিন ঘণ্টা পরেও বিক্ষিপ্ত অশান্তি নবান্ন অভিযানে। লাঠি, জলকামানের সাহায্যে মোকাবিলা পুলিশের।

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৫:৪০ key status

প্রিন্সেপ ঘাটে লাঠিচার্জ পুলিশের

প্রিন্সেপ ঘাটে বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করল পুলিশ। বেশ কয়েক জনের উপরে লাঠিচার্জও করা হয়। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৫:৩৭ key status

নবান্নের প্রায় দোরগোড়ায় বিক্ষোভকারীদের একাংশ

নবান্নের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেলেন বিক্ষোভকারীদের একাংশ। হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে বিক্ষোভকারীদের আটক করল পুলিশ। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হল কাঁদানে গ্যাসের শেল।

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৫:১৯ key status

হেস্টিংসে উত্তেজনা

নতুন করে উত্তেজনা হেস্টিংসে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। হেস্টিংসে উপস্থিত ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ এবং দলের আইনজীবী নেতা কৌস্তভ বাগচী। 

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৪:৫৫ key status

বার বার আক্রান্ত পুলিশ

বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন চণ্ডীতলার এক সার্কল ইনস্পেক্টর (সিআই)। হাওড়া ময়দানে পুলিশকে তাড়া বিক্ষোভকারীদের একাংশের। পুলিশকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ। 

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৪:৫১ key status

ফোরশোর রোডে নতুন করে উত্তেজনা

হাওড়ার ফোরশোর রোডে নতুন করে উত্তেজনা। ফের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা প্রতিবাদীদের। পাল্টা লাঠিচার্জ পুলিশের। ব্যবহার করা হচ্ছে জলকামানও।

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৪:২৬ key status

মহাত্মা গান্ধী রোডে উত্তেজনা

মহাত্মা গান্ধী রোডে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। জলকামান ছুড়ছে পুলিশ।

ছবি: সারমিন বেগম

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৪:০৮ key status

পিটিএসের কাছেও চলল জলকামান

কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান চালাচ্ছে পুলিশ। 

হাওড়া সেতুতে জাতীয় পতাকা হাতে এক বিক্ষোভকারী।

হাওড়া সেতুতে জাতীয় পতাকা হাতে এক বিক্ষোভকারী। —নিজস্ব চিত্র

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৩:৪৬ key status

নবান্ন অভিযানে এসে গ্রেফতার

প্রদীপ ঘোড়ুই। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। নবান্ন অভিযানে এসে গ্রেফতার। ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযান থাকলেও তিনি ছাত্র নন। জানালেন, তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর কথায়, “শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। কিন্তু কারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ল, তা বুঝতে পারিনি।”

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৩:৩৭ key status

কিসের অরাজনৈতিক, প্রশ্ন কুণালের

নবান্ন অভিযানকে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। তিনি বলেন, “কিসের অরাজনৈতিক আন্দোলন? উদ্যোক্তারা নিজেরা স্বীকার করে নিয়েছেন তাঁরা আরএসএস। তার পরেও কারা এটাকে অরাজনৈতিক আন্দোলন বলছেন।”

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৩:৩৫ key status

রাজ্য স্তব্ধ করার হুঁশিয়ারি শুভেন্দুর

নবান্ন অভিযান নিয়ে ফের মুখ খুললেন শুভেন্দু। বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে।” তার পরেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনে দমনপীড়ন না চালানোর আর্জি জানান বিরোধী দলনেতা। অন্যথায়, বুধবার ‘রাজ্য স্তব্ধ করে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৩:৩২ key status

ব্যারিকেডের উপরে উঠে স্লোগান

ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান উঠছে, “দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ।” বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা কালো পোস্টারেও রয়েছে এই স্লোগান। কারও কারও হাতে রয়েছে জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তাঁরা নবান্নে যেতে চান। কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে। 

—নিজস্ব চিত্র

—নিজস্ব চিত্র

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৩:২৭ key status

সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট

নতুন করে উত্তেজনা সাঁতরাগাছিতে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন বিক্ষোভকারীরা। ইটের আঘাতে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। সাঁতরাগাছি স্টেশনে থমকে গেল ট্রেন চলাচল।

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৩:১৮ key status

ইটে মাথা ফাটল র‌্যাফের এক জনের

বিক্ষোভকারীদের ছোড়া ইটে সাঁতরাগাছিতে মাথা ফাটল র‌্যাফের এক জনের। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। 

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৩:১৩ key status

উত্তেজনা হাওড়া সেতুতেও

হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালানো শুরু করল পুলিশ। ব্যবহার করা হচ্ছে কাঁদানে গ্যাসও। চলছে লাঠিচার্জ। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা।

হাওড়া সেতুতে চলছে জলকামান।

হাওড়া সেতুতে চলছে জলকামান। —নিজস্ব চিত্র

timer শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৩:০৩ key status

সাঁতরাগাছিতে উত্তেজনা

সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ পুলিশের। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জমায়েত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy