Advertisement
২২ জানুয়ারি ২০২৫
বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৯
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৯ key status

ছোটরা আসবে, আশা করেছিলাম

মমতা বলেন, ‘‘আশা করেছিলাম, ছোটরা এসে কথা বলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সময় পেরিয়ে গিয়েছে। রাজ্য সরকার যা করবে, তাতে বাধা দেব না, জানিয়েছে সুপ্রিম কোর্ট। আমি এটাকে ঔদ্ধত্য হিসাবে দেখছি না।’’

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৫ key status

অনেক অসম্মান করা হয়েছে

মমতা বলেন, ‘‘আমাকে অনেক অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু আশা করি, মানুষ বুঝেছেন, ওরা বিচার চায় না। চেয়ার চায়।’’

Advertisement
timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৪ key status

বাইরে থেকে নির্দেশ এসেছে

মমতা বলেন, ‘‘অনেকে আগ্রহী ছিলেন। কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল। দু’তিন জন রাজি হয়নি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি। ডাক্তারদের অনুরোধ করছি, কাজে ফিরুন।’’

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৩ key status

বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি

বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে তিনি বললেন, ‘‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করলাম।’’

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৮ key status

আমার হৃদয় কাঁদছে

নবান্ন থেকে মমতা বলেন, ‘‘ডাক্তারেরা ভগবান। এত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আমার হৃদয় কাঁদছে।’’

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৫ key status

এর থেকে লজ্জার কী হতে পারে?

মমতা বলেন, ‘‘আমি তিন বার চেষ্টা করলাম। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ইতিমধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। ৩২ দিন হয়ে গেল। অনেকেই কাজ করছেন না। সাত লক্ষ মানুষ পরিষেবা পাননি। যে কোনও মৃত্যু মর্মান্তিক। কিন্তু এত মানুষ চিকিৎসা পাচ্ছেন না। এর থেকে লজ্জার কী হতে পারে?’’

Advertisement
timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৩ key status

আমাদেরও কাজ আছে

মমতা বলেন, ‘‘আমাদেরও কাজ আছে। প্রতি দিন এ ভাবে অপেক্ষা করানো হচ্ছে। ওঁরা কেন আসছেন না, সেটা সাংবাদিক বৈঠক করেও জানাতে পারতেন। তা করেননি।’’

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০২ key status

সরাসরি সম্প্রচারে আপত্তি ছিল না

মমতা বলেন, ‘‘সরাসরি সম্প্রচারে আমাদের আপত্তি ছিল না। কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে চলছে। আমরা এমন কিছু করতে চাইনি, যাতে অচলাবস্থা চলতে পারে। চিঠিতে আমরা লিখেছিলাম, সরাসরি সম্প্রচার করতে পারব না। ওরা যে কোনও ইস্যু তুলতে পারতেন। সেটা ওঁরা পরে সংবাদমাধ্যমকে জানাতে পারতেন। আমরা যুগ্ম ভাবেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারতাম।’’

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০০ key status

শোকপ্রস্তাব নেব ভেবেছিলাম

মমতা বলেন, ‘‘নির্যাতিতার জন্য শোকপ্রস্তাব নেব বলে ঠিক করেছিলাম। ২ঘণ্টার বেশি অপেক্ষা করেছি। তিন দিন ধরে অপেক্ষা করছি। বাংলার মানুষের সহানুভূতি আছে। আমি নিজেও মিছিল করেনি। পরিবারের সঙ্গে আমরা একমত। সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক। আমাদের হাতে মামলাটি নেই। সিবিআই সম্বন্ধেও কিছু বলতে চাই না এখন।’’

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৮ key status

দেরি করে এলেও কিছু মনে করিনি

মমতা বলেন, ‘‘ওরা ছোট, আমাদের কাজ আবেগকে মর্যাদা দিয়ে ক্ষমা করে দেওয়া। আমরা ভেবেছিলাম, ওরা রাজি হবে। ৪টে ৪৫ মিনিটের মধ্যে আসতে বলেছিলাম। অনেক দেরি করে এসেছেন।’’

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৭ key status

সরাসরি সম্প্রচার হতে পারে না

মামলাটি বিচারাধীন। এই নিয়ে বৈঠকের সরাসরি সম্প্রচার হতে পারে না। জানালেন মুখ্যমন্ত্রী।

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৩ key status

সাংবাদিক বৈঠকে মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছেন। জানালেন, দু’ঘণ্টা ধরে তিনি নবান্নের সভাঘরে অপেক্ষা করছিলেন। জুনিয়র চিকিৎসকেরা আসেননি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy