Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
শ্যামবাজারে জমায়েত।

শ্যামবাজারে জমায়েত। ছবি: সুদীপ্তা চৌধুরী সরকার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৪ key status

মানববন্ধন মিশল রাতদখলে

রবিবার সন্ধ্যা থেকে যে মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছিল, তা রাতে মিশে গেল রাতদখল কর্মসূচির সঙ্গে। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তার ধারে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে মানববন্ধনে শামিল হয়েছিলেন। রাত ১১টা থেকে রাতদখল কর্মসূচির ডাক দিয়েছিলেন মহিলারা। মানববন্ধন শেষে অনেকে ফিরে গিয়েছেন, অনেকে আবার সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১০ key status

শ্যামবাজার পাঁচ মাথা একাকার

মানুষের জমায়েতে একাকার হয়ে গিয়েছে শ্যামবাজার পাঁচ মাথা এলাকা। বহু মানুষ শ্যামবাজারে জড়ো হয়েছেন। নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। কেউ জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, কেউ রাস্তায় প্রদীপ জ্বালছেন।

শ্যামবাজারে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ।

শ্যামবাজারে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ। ছবি: ভাস্কর মান্না।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৯ key status

মানববন্ধন শেষ

সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধন আপাতত শেষ হয়েছে। বিভিন্ন দিক থেকে রাস্তায় জমায়েত করছেন মানুষ।

শ্যামবাজারে জমায়েত।

শ্যামবাজারে জমায়েত। ছবি: ভাস্কর মান্না।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭ key status

বিটি রোডে যানজট

সিঁথির মোড়ে অবরোধের কারণে যানজট তৈরি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অলিগলি দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 

সিঁথির মোড়ে অবরোধ।

সিঁথির মোড়ে অবরোধ। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৪ key status

শ্যামবাজারে মিনাক্ষী

শ্যামবাজারে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছেছেন।

শ্যামবাজারে মিনাক্ষী মুখোপাধ্যায়।

শ্যামবাজারে মিনাক্ষী মুখোপাধ্যায়। ছবি: প্রিয়ঙ্কর দে।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫ key status

শ্যামবাজারে মানববন্ধন

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মানববন্ধনে শামিল হয়েছেন সাধারণ মানুষ। সব বয়সের মানুষ রয়েছেন তাতে।

রথতলা মোড়ে অবরোধ।

রথতলা মোড়ে অবরোধ। ছবি: অভিরূপ দত্ত।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২ key status

রথতলার অবরোধ

রথতলার মোড়েও রাস্তা অবরোধ করা হয়েছে। দাঁড়িয়ে গিয়েছে সারে সারে গাড়ি।

রথতলা মোড়ে অবরোধ।

রথতলা মোড়ে অবরোধ। ছবি: অভিরূপ দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩০ key status

আরজি করের সামনে পুলিশি সতর্কতা

আরজি কর হাসপাতালের সামনে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। কড়াকড়ি করা হচ্ছে।

আরজি কর হাসপাতালের সামনে পুলিশি তৎপরতা।

আরজি কর হাসপাতালের সামনে পুলিশি তৎপরতা। ছবি: দৃপ্ত দাস।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৬ key status

সিঁথির মোড়ে রাস্তা অবরোধ

রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে সিঁথির মোড় এলাকায়। মানববন্ধন উঠে এসেছে রাস্তার মাঝে। আরজি করের বিচার চাইছেন মানুষ। বিটি রোড অবরুদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

সিঁথির মোড়ে বিটি রোড অবরোধ।

সিঁথির মোড়ে বিটি রোড অবরোধ। ছবি: ভাস্কর মান্না।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৩ key status

প্রতিবাদ জারি

রবিবার সন্ধ্যায় আরজি করের ঘটনার প্রতিবাদে সপরিবার পথে নেমেছেন মানুষ।

রথতলায়  মানববন্ধন।

রথতলায় মানববন্ধন। ছবি: অভিরূপ দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৩ key status

আলো জ্বেলে প্রতিবাদ

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন থেকে মোবাইলের আলো জ্বেলে প্রতিবাদের বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন। ছবি: ঋষা ভট্টাচার্য।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৬ key status

দিকে দিকে মানবশৃঙ্খল

রথতলায় মানববন্ধনে শামিল সাধারণ মানুষ।

রথতলায় মানববন্ধন।

রথতলায় মানববন্ধন। ছবি: অভিরূপ দত্ত।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৪ key status

মানববন্ধনে পথে মহিলারা

মহিলারাও পথে নেমেছেন। আরজি কর-কাণ্ডের বিচার চাইতে মানববন্ধনে হাত মেলাচ্ছেন মহিলারাও।

সোদপুর ট্র্যাফিক মোড়ে মানববন্ধন।

সোদপুর ট্র্যাফিক মোড়ে মানববন্ধন। ছবি: শোভন চক্রবর্তী।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৩ key status

ক্রমে দীর্ঘ হচ্ছে মানববন্ধন

সোদপুর থেকে ক্রমে দীর্ঘ হচ্ছে মানববন্ধন। শ্যামবাজার পর্যন্ত বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তার ধারে দাঁড়াচ্ছেন। 

বিটি রোডের ধারে মানববন্ধন।

বিটি রোডের ধারে মানববন্ধন। ছবি: ভাস্কর মান্না।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৭ key status

মানববন্ধনে বৃদ্ধরাও

বয়স্ক নাগরিকেরাও সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধনে শামিল হয়েছেন।

সিঁথি এলাকায় মানববন্ধনে শামিল এক বৃদ্ধা।

সিঁথি এলাকায় মানববন্ধনে শামিল এক বৃদ্ধা। ছবি: ভাস্কর মান্না।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৩ key status

সব বয়সের প্রতিবাদ

রবিবারের মানববন্ধনে শামিল হয়েছেন সব স্তরের সব বয়সের মানুষ। 

মানববন্ধনে তরুণ প্রজন্ম।

মানববন্ধনে তরুণ প্রজন্ম। ছবি: ভাস্কর মান্না।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:২০ key status

বিচারের দাবি

বিটি রোড ধরে রাস্তার এক পাশে লাইন করে দাঁড়িয়েছেন মানুষ। প্রত্যেকের দাবি একটাই— আরজি করের বিচার চাই।

সিঁথির মোড়ে মানববন্ধন।

সিঁথির মোড়ে মানববন্ধন। ছবি: ঋষা ভট্টাচার্য।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৩ key status

১৫ কিলোমিটারের মানববন্ধন

সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার পথ জুড়ে হাতে হাত ধরে দাঁড়াতে শুরু করেছেন সাধারণ মানুষ। 

সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধনে শামিল মানুষ।

সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধনে শামিল মানুষ। ছবি: ভাস্কর মান্না।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:১২ key status

মানববন্ধন শহর থেকে শহরতলিতে

আরজি করের ঘটনার প্রতিবাদে অভিনব মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে হাত হাত ধরে দাঁড়াচ্ছেন মানুষ। তৈরি হচ্ছে মানবশৃঙ্খল। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE