ধর্নামঞ্চ থেকে আটক সুকান্ত মজুমদার। — নিজস্ব চিত্র।
ছাড়া পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, “আমাদের দলীয় কর্মীদের আটক করতে পুলিশ যে তৎপরতা দেখালো, শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গদের ধরতে এ রকম তৎপরতা দেখালে পুলিশকে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হত না।” তিনি আরও জানান, আজ রাতটা তিনি জেলাতেই কাটাবেন। বুধবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেবেন।
প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর রাত প্রায় দেড়টা নাগাদ বন্ডে সই করিয়ে ছেড়ে দেওয়া হল সুকান্ত এবং বিজেপি কর্মীদের।
রাত সাড়ে ১২টায় ধর্নামঞ্চ থেকে আটক করার পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সেখানে উপস্থিত অন্যান্য দলীয় কর্মীদের থানায় নিয়ে যাওয়ার বদলে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হল সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এসপি অফিসের সামনে ধর্নারত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীদেরকে রাত সাড়ে ১২টা নাগাদ আটক করল পুলিশ। ধর্না মঞ্চ থেকে আটক করে তাঁদের বসিরহাট স্টেডিয়ামের ভিতরে আনা হয়েছে।
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে তৈরি করা হল ধর্নামঞ্চ। সেই মঞ্চেই দলীয় কর্মীদের সঙ্গে ধর্না প্রদর্শন করছেন সুকান্ত মজুমদার।
বসিরহাট এসপি অফিসের সামনেই রাত কাটাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে গিয়ে রাস্তায় ঠায় বসে সুকান্ত। অন্য দিকে, এসপি অফিসের পাশেই বিজেপির তরফ থেকে তৈরি হচ্ছে ধর্নামঞ্চ। রাতে সেখানেই থাকবেন বিজেপির রাজ্য সভাপতি। এসপি অফিসের সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপির সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ। তাঁদের সবাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই দাবিতেই ধর্না চলছে বলে জানান সুকান্ত।
দ্বিতীয় বার গ্রেফতারির পর চার দিনের পুলিশি হেফাজত হল সন্দেশখালিকাণ্ডে পৃথক মামলায় ধৃত বিজেপির বিকাশ সিংহ এবং তৃণমূল থেকে বহিষ্কার হওয়া নেতা উত্তম সর্দারের। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালত এই নির্দেশ দিয়েছে।
কালীনগরে গিয়ে সেচমন্ত্রী পার্থ বলেন, ‘‘মা, বোনেরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক। এটা উত্তরপ্রদেশ নয়। যেখানে ধর্ষণ করে নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হয়। এটা বাংলা, এখানে মায়েদের সম্মান নষ্ট হয় না।’’ ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে তৃণমূলের জনসভা হবে বলেও ঘোষণা করেন পার্থ।
মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় বিজেপি নেতা বিকাশ সিংহ এবং তৃণমূল নেতা উত্তম সর্দারকে। আদালত তাঁদের দু’জনকেই চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
সন্দেশখালি ১ ব্লকের কালীনগরের দিকে রওনা দিল তৃণমূলের প্রতিনিধিদল। দলে রয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক নারায়ণ গোস্বামী প্রমুখ। কালীনগরে একটি বৈঠক করার কথা রয়েছে পার্থদের।
সন্দেশখালিতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ভাবে বহাল হল। সোমবার আংশিক ইন্টারনেট পরিষেবা ফিরেছিল। মঙ্গলবার সম্পূর্ণ পরিষেবা ফেরান হল।
পুলিশের লাঠিচার্জে ১২ কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি বিজেপির। আহতদের বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাঠিচার্জ করে বসিরহাটের বোডঘাট এলাকায় রাস্তা অবরোধকারী বিজেপি কর্মী, সমর্থকদের তুলে দিল পুলিশ। এসপি অফিসের সামনে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বসিরহাট বোডঘাট এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। বেশ কিছু ক্ষণ রাস্তা অবরোধ থাকার পর লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে বলেও দাবি বিজেপির।
বসিরহাটে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি শেষ হতে না হতেই পথে নামে সিপিআই। মঙ্গলবার তাদেরও এসপির কাছে ডেপুটেশন দেওয়ার কথা।
এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বসিরহাটের বোডঘাটে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ বিজেপির।
বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ক্রমশ ঘোরালো হচ্ছে পরিস্থিতি। পুলিশের দিকে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ।
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বসিরহাটে এসপি অফিস ঘেরাও কর্মসূচি চলছে। সেই কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর তার মধ্যে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিল সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজের। আদালতের পর্যবেক্ষণ, কোন কোন এলাকা উত্তেজনাপ্রবণ, সেগুলো চিহ্নিত করতে হবে।
সন্দেশখালির ঘটনার প্রতিবাদে সুকান্ত মজুমদারদের বসিরহাটের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ওই এলাকা। পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে ঢুকে যান বিজেপি কর্মী এবং সমর্থকরা। পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা পুলিশের দিকে ইটবৃষ্টি শুরু হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মী এবং সমর্থকদের নিয়ে এসপি অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পুলিশের ব্যারিকেড ভেঙে বসিরহাটের এসপি অফিসের সামনে বসে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদাররা। তিনি ঘোষণা করেছেন, পুলিশ তাঁদের অভিযোগ না শোনা পর্যন্ত ওই স্থানেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।
সন্দেশখালিতে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা। পুলিশি বাধা উপেক্ষা করে এসপি অফিসের সামনে এগিয়ে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরা। পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বিতণ্ডা চলছে। তার মধ্যেই সুকান্ত জানালেন তিনি এসপি অফিসের সামনে মাটিতে বসে বিক্ষোভ প্রদর্শন করবেন। সেই মতো এসপি অফিসের সামনে অবস্থানে বসে পড়েন সুকান্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy