Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
BJP

উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার, এক কর্মীর মৃত্যু, দাবি বিজেপির

বিজেপি কর্মীরাও পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি শুরু করেন। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধের চেহারা তিনবাতি এলাকায়।

বিজেপি কর্মীদের উপর জলকামান। —নিজস্ব চিত্র

বিজেপি কর্মীদের উপর জলকামান। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১২:৪১
Share: Save:

উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। উলেন রায় নামে ওই ব্যক্তির বাড়ি শিলিগুড়ির অদূরে গজলডোবা এলাকায়। দলের নেতাদের দাবি, এ দিনের অভিযানে পুলিশ উলেনের উপর বেধড়ক লাঠিচার্জ করে। মাথায় চোট পান উলেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। দলেরই একাংশের আবার দাবি, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল উলেনের বুকে লাগে। তাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্য দিকে বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওটে শিলিগুড়ির তিনবাতি মোড় চত্বর।

বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে সোমবার সকাল থেকেই শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডল ছিল তপ্ত। দলের রাজ্য নেতারা শিলিগুড়িতে পৌঁছতেই উত্তেজনা বাড়ে। তার পর মিছিল করে উত্তরকন্যার দিকে এগোতেই তিনবাতি মোড়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি কর্মীদের। দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

আগে থেকেই তৈরি ছিল জলকামানও। দু’টি জলকামান ব্যবহার করা হয়েছে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে। অন্য দিকে বিজেপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন। তার পরেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। দফায় দফায় খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশের সঙ্গে। দীর্ঘক্ষণ ধরে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে থাকে পুলিশ। অন্য দিকে বিজেপি কর্মীরাও পাল্টা পাথরবৃষ্টি করতে থাকেন।

দেখুন ভিডিয়ো:

লাইভ আপডেট:

• পুলিশও ঘটনাস্থলে রয়েছে, মাঝে মধ্যে বিজেপি কর্মীদের তাড়া করে এগোচ্ছেন পুলিশকর্মীরা

• এখনও মাঝে মধ্যে উত্তেজনা বাড়ছে

• তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মীরা

• বিকেল ৩.৩০: এখনও এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিজেপি কর্মীরা

• একই দাবি করেছেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ

• অন্য সূত্রে দাবি, রবার বুলেট লেগে মৃত্যু হয় ওই কর্মীর

• উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে গেলে মৃত্যু

• কাঁদানে গ্যাসের শেল লাগে তার গায়ে, দাবি সায়ন্তন বসুর

• রাজগঞ্জে দলের কর্মকর্তা ছিলেন তিনি, বাড়ি গজলডোবায়

• দুপুর ৩.১৫: আন্দোলনরত এক কর্মীর মৃত্যু, দাবি বিজেপির

• বিজেপি কর্মীদের ছোড়া পাথরে আহত হয়েছেন এক পুলিশকর্মীও

• বেশ কয়েক জন বিজেপি কর্মী আহত হয়েছেন

• কয়েক জনকে আটক করে নিয়ে গেল পুলিশ

• বাড়ির ছাদে লুকিয়ে ইট-পাটকেল ছুড়ছিলেন বিজেপি কর্মীরা, তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা

• দুপুর ৩.০: গলিতে ঢুকে ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের

• পুলিশ-বিজেপি দু’পক্ষের মধ্যে এখনও উত্তেজনা রয়েছে

• জমায়েত ছত্রভঙ্গ করার চেষ্টা জারি রয়েছে পুলিশের

• দুপুর ২.৫৫: মাঝে মাঝে এখনও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে

• স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মীরা, পাল্টা পুলিশও পরিস্থিতি নজরদারিতে রেখেছে

• মুখোমুখি দাঁড়িয়ে দু’পক্ষ, তবে উত্তেজনা কিছুটা কম

• এখনও বিক্ষিপ্ত ভাবে তিনবাতি মোড়ে রয়েছেন বিজেপি কর্মীরা

• দুপুর ২.৫০: এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি

• এগোচ্ছে পুলিশ, পিছোচ্ছেন বিজেপি কর্মীরা

• এ বার লাঠিচার্জ শুরু করল পুলিশ

• দুপুর ২.৪৫: পুলিশ তাড়া করল বিজেপি কর্মীদের

• ব্যারিকেডের কাঠ ও অন্যান্য সরঞ্জাম জড়ো করে আগুন ধরিয়ে দিলেন বিজেপি কর্মীরা

• দূরে সরলেও এলাকা ছাড়েননি বিজেপি কর্মীরা

• কিছুটা দূরে সরে গিয়েছেন বিজেপি কর্মীরা

• মাঝে মধ্যে পুলিশ তাড়া করছে বিজেপি কর্মীদের

• ছোট ছোট গলির মধ্যেও বিজেপি কর্মী ও পুলিশ মুখোমুখি

• জলকামানের রেঞ্জের বাইরে বিজেপি কর্মীরা

• দুপুর ২.৪০: ক্রমাগত কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ

• পুলিশকে লক্ষ করে পাথরবৃষ্টিও জারি রয়েছে

• এখনও এলাকায় রয়েছেন বিজেপি কর্মীরা

• প্রচুর কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ

• বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাসের শেল

• দুপুর ২.৩০: রণক্ষেত্র তিনবাতি মোড়

• ঘটনাস্থল থেকে চলে যাওয়ার ঘোষণা শিলিগুড়ি পুলিশের

• সেই কারণে জমায়েত বেআইনি

• ১৪৪ ধারা জারি করা হয়েছে, ঘোষণা পুলিশের

• শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ঘোষণা

• বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েছেন

• বিজেপি কর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করছে পুলিশও

• তিনবাতি মোড়ে ভেঙে দেওয়া হল ব্যারিকেড

• একাধিক জায়গায় ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা বিজেপি কর্মীদের

• বাধা পেয়ে পাবলিক বাসে করে শিলিগুড়ি পৌঁছনোর চেষ্টা বিজেপি কর্মীদের

• তরাই-ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের গাড়ি আটকে দিয়েছে পুলিশ

• বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের

• শিলিগুড়ির তিনবাতি মোড়ে ১৪৪ ধারা জারি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের

• শিলিগুড়ি ঢোকার প্রায় সব রাস্তায় ব্যারিকেড, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

• শিলিগুড়ির ফুলবাড়ির কাছে বিজেপির মিছিল আটকে দিল পুলিশ

• মিছিলে রয়েছেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা

• গেস্ট হাউসে যাওয়ার পথেও বাধা দেওয়া হয় বলে দিলীপের অভিযোগ

তেতে উঠছে উত্তরবঙ্গ। দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা মিছিল করে এগোতেই আটেক দিল পুলিশ। উত্তরকন্যা থেকে প্রায় ৪ কিলোমিটার আগে ফুলবড়িতে আটকে দেওয়া হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয়েছে।

বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে পুলিশ। শিলিগুড়ির তিনবাতি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাস্তায় তুলে দেওয়া হয়েছে ব্যারিকেড। শিলিগুড়ি ঢোকার প্রায় সব রাস্তাতেই চলছে পুলিশের নাকা চেকিং। গজলডোবা, রাজগঞ্জ-সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপির। বিজেপি কর্মীরাও কৌশল বদলে দলের গাড়ি থেকে নেমে পাবলিক বাস ধরে শিলিগুড়িতে পৌঁছনোর চেষ্টা করছেন।

দেখুন ভিডিয়ো:

সোমবার ভোর থেকেই উত্তরবঙ্গের প্রায় সব জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকরা শিলিগুড়ি যাচ্ছেন। বাস, লরি, ছোট গাড়ি করে ইতিমধ্যেই বহু বিজেপি কর্মী-সমর্থকরা পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।

আরও পড়ুন: লাইভ: শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যে মেদিনীপুরে মমতা, কী বার্তা দলনেত্রীর

বিজেপির অভিযোগ, বহু জায়গায় পুলিশ তাঁদের আটকাচ্ছে। এই কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নাগরাকাটা ভানু মোড় এলাকায় সাংসদ জন বারলা-সহ বিজেপি কর্মীদের আটকায় মালবাজারের সিআই আশিস থাপার নেতৃত্বাধীন পুলিশ। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।

লাইভ আপডেট:

• ঘটনাস্থল থেকে চলে যাওয়ার ঘোষণা শিলিগুড়ি পুলিশের

• সেই কারণে জমায়েত বেআইনি

• ১৪৪ ধারা জারি করা হয়েছে, ঘোষণা পুলিশের

• শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ঘোষণা

• বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েছেন

• বিজেপি কর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করছে পুলিশও

• তিনবাতি মোড়ে ভেঙে দেওয়া হল ব্যারিকেড

• একাধিক জায়গায় ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা বিজেপি কর্মীদের

• বাধা পেয়ে পাবলিক বাসে করে শিলিগুড়ি পৌঁছনোর চেষ্টা বিজেপি কর্মীদের

• তরাই-ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের গাড়ি আটকে দিয়েছে পুলিশ

• বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের

• শিলিগুড়ির তিনবাতি মোড়ে ১৪৪ ধারা জারি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের

• শিলিগুড়ি ঢোকার প্রায় সব রাস্তায় ব্যারিকেড, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

• শিলিগুড়ির ফুলবাড়ির কাছে বিজেপির মিছিল আটকে দিল পুলিশ

• মিছিলে রয়েছেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা

• গেস্ট হাউসে যাওয়ার পথেও বাধা দেওয়া হয় বলে দিলীপের অভিযোগ

অন্য বিষয়গুলি:

BJP Dilip Ghosh Sayantan Basu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy