— প্রতিনিধিত্বমূলক চিত্র।
চতুর্দশ রাউন্ডের শেষে সায়ন্তিকা এগিয়ে ৬,৫৮৮ ভোটে এগিয়ে বিজেপির সজলের থেকে।
দ্বাদশ রাউন্ডের শেষে সায়ন্তিকা এগিয়ে গেলেন ৩,৭৮৬ ভোটে। দ্বিতীয় স্থানে সজল।
একাদশ রাউন্ডের শেষে বরাহনগরে ৩,২৯৮টি ভোটে এগিয়ে রয়েছেন সায়ন্তিকা।
নবম রাউন্ডের শেষে বরাহনগরে সায়ন্তিকা এগিয়ে রয়েছেন ২,৯৯২ ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির সজল।
বরাহনগরে অষ্টম রাউন্ডের শেষে এগিয়ে থাকলে সায়ন্তিকা। ২,৮৫১ ভোটে এগিয়ে রয়েছেন তিনি বিজেপির প্রার্থী সজলের থেকে।
বরাহনগরে সপ্তম রাউন্ডের শেষে ২,৬০০ ভোটে এগিয়ে গেলেন সায়ন্তিকা। দ্বিতীয় স্থানে সজল।
বরাহনগরে ষষ্ঠ রাউন্ডের শেষে এগিয়ে গেলেন তৃণমূলের সায়ন্তিকা। ৮৯৮ ভোটে। দ্বিতীয় স্থানে বিজেপির সজল।
জেলা নির্বাচন আধিকারিক সূত্র জানা গিয়েছে, ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল।
ভগবানগোলা উপনির্বাচনে ১৭ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী ১৫,৬১৫ ভোটে এগিয়ে। ১৭ রাউন্ড পর্যন্তই গণনা হওয়ার কথা। জয়ের ব্যাপারে এখনও নিশ্চিত করেনি নির্বাচন কমিশন।
বরাহনগরে সায়ন্তিকার থেকে মাত্র ১৭৮ ভোটে এগিয়ে রয়েছেন সজল।
বরাহনগরে সায়ন্তিকাকে আবার পিছনে ফেললেন সজল। ৪৫৫ ভোটে এগিয়ে গেলেন তিনি। চতুর্থ রাউন্ডের শেষে।
১৫ রাউন্ড গণনার শেষে ভগবানগোলা বিধানসভা আসনে ১৩ হাজার ৭৬১ ভোটে এগিয়ে গেলেন রেয়াত। দ্বিতীয় স্থানে কংগ্রেসের অঞ্জু। আর এক রাউন্ড গণনা বাকি।
গণনার তৃতীয় রাউন্ডের শেষে বিধানসভা উপনির্বাচনে বরাহনগর আসনে বিজেপি প্রার্থী সজলের থেকে এগিয়ে গেলেন সায়ন্তিকা। যদিও ভোটের ব্যবধান কম।
ভগবানগোলায় দশম রাউন্ডের শেষে প্রায় ১১ হাজার ১৮১ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। দ্বিতীয় স্থানে কংগ্রেস।
ভগবানগোলায় তৃণমূল প্রার্থী রেয়াতের ব্যবধান কমল। তিনি ১০ হাজার ১৭৮ ভোটে এগিয়ে কংগ্রেসের অঞ্জু বেগমের থেকে। নবম রাউন্ডের শেষে এই পরিসংখ্যান জানিয়েছে নির্বাচন কমিশন।
ভগবানগোলায় ১২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। তৃণমূলের প্রার্থী রেয়াৎ হোসেন সরকার এখন পর্যন্ত অষ্টম রাউন্ডের শেষে পেয়েছেন ৪৭,৯৯৮টি ভোট।
বরাহনগর বিধানসভা কেন্দ্রে ১২১ ভোটে এগিয়ে বিজেপির প্রার্থী সজল।
বরাহনগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। দেড়শো ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা।
নির্বাচন কমিশনের সাইটে এখনও পর্যন্ত বরাহনগরের কোনও ফলঘোষণা করা হয়নি। কে এগিয়ে বা কে পিছিয়ে, সেই পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, সেখানে গণনা চলছে।
ভগবানগোল বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ২,২৩৬ ভোটে এগিয়ে তৃণমূল। সেখানে তৃণমূলের প্রার্থী হলেন রেয়াত হোসেন সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy