সাংবাদিক বৈঠকে অমিত শাহ। —নিজস্ব চিত্র
দু’দিনের রাজ্য সফর শেষে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলকে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। রবিবার বোলপুরে রোড শো-এর শেষে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, মাথাপিছু আয়— সব ক্ষেত্রেই পিছিয়ে পশ্চিমবঙ্গ। জে পি নড্ডার কনভয়ে হামলার তীব্র নিন্দা করে রাজ্যের শাসক দলকে নিশানা করে অমিতের তোপ, ক্ষমতার দম্ভেই এমন আক্রমণ। তৃণমূলকে তোলাবাজ, পরিবারবাদ, দুর্নীতির সরকার আখ্যা দিয়ে বিজেপি প্রাক্তন সর্বভারতীয় সভাপতির দাবি, রাজ্যের মানুষই তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় বসাবে।
শনিবার মেদিনীপুরের সভার পর কলকাতায় ফিরে আসেন অমিত। রবিবার সকালে হেলিকপ্টারে উড়ে যান বোলপুর। সেখানে বিশ্বভারতীতে একাধিক কর্মসূচির পর স্থানীয় এক বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে বোলপুর শহরে রোড শো করেন তিনি। অমিতের রোড শো-য়ে ছিল নজরকাড়া উচ্ছ্বাস ও জনসমাগম। সেই রোড শো-য়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন অমিত শাহ।
লাইভ আপডেট:
অমিতের জবাব: আমরা এমন কিছু করিনি, যাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো-বিরুদ্ধ। এমন কিছু থাকলে নির্দিষ্ট করে রাজ্য সরকার বলুন, আমরা জবাব দিতে তৈরি
প্রশ্ন: যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী কাজকর্মের অভিযোগ উঠছে কেন্দ্রের বিরুদ্ধে
অমিতের জবাব: করোনার প্রকোপের জন্য় আপাতত প্রক্রিয়া বন্ধ রয়েছে, টিকাকরণ শুরু হলেই আবার শুরু হবে, সবাইকে জানিয়েই করা হবে
প্রশ্ন: সিএএ, এনপিআর, এনআরসি— এই সব বিষয়ে কী ভাবছে কেন্দ্র
অমিতের জবাব: বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সুরক্ষিত। এ রাজ্যের সরকার তোষণের রাজনীতি করছে।
প্রশ্ন: বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে?
অমিতের জবাব: মমতা দিদি যখন কংগ্রেসে ছিলেন, তখন ইন্দিরা গাঁধী এ রাজ্যে আসতেন, তখন তিনি কী বলতেন? আপনি কি এমন রাজ্য চান যেখানে, এক রাজ্য থেকে অন্য রাজ্য থেকে কেউ এ রাজ্যে আসবে না? এ রাজ্যের মানুষ উদার মানসিকতার। এই সব প্রচারে কান দেবেন না। আমার মনে হয় ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। জাতীয় দলের সংজ্ঞাই ভুলে গিয়েছেন
প্রশ্ন: আপনাকে বহিরাগত বলা হচ্ছে
• আমি কোথা থেকে এসেছি, কেমন দেখতে এ সব ভুলে আপনারা আমাদের সমর্থন করুন
• বাংলার মানুষের কাছে আর্জি, আপনারা তাতে সায় দিন
• বিজেপি নেতা-কর্মীরা রাজ্যে পরিবর্তন আনতে চাইছে
• মমতা দিদি, আপনি চিন্তা করবেন না, আপনার সরকার আর থাকবে না
• কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পে ৫ লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু সেই প্রকল্প এই রাজ্যে চালু করছেন না
• আর আপনি কৃষক আন্দোলনকে সমর্থন করছেন? অন্তত রাজ্যের কৃষকদের ৬ হাজার টাকা পাওয়ার ব্যবস্থা তো করুন
• অনলাইনে ২৩ লাখ কৃষক আবেদন করেছেন, কিন্তু সরকার সই করছে না
• কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা দিচ্ছেন
• পরিবারবাদ, দুর্নীতি, তোলাবাজিতে ১ নম্বরে পশ্চিমবঙ্গ
• রাজ্যে শিক্ষা, চিকিৎসা— সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বাংলা
• কেন্দ্রীয় যে সব প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা খরচই হচ্ছে না
• গর্তে ভরা রাস্তা, না রাস্তার মধ্যে গর্ত, বোঝাই মুশকিল
• ঋণ হতে পারে, এর চেয়েও বেশি ঋণ হতে পারে। কিন্তু উন্নয়ন তো হওয়া চাই
• রাজ্যে কোনও শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম নেয়
• আমি জানি, এটা চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, কোনও একটি জায়গা ঠিক করুন, আমাদের যুব সভাপতি আপনাদের সঙ্গে বিতর্কে যোগ দেবে এবং এগুলো প্রমাণ করবে
• মাথাপিছু আয় সারা দেশের মধ্যে ৩২ রাজ্যের মধ্যে ২২ শতাংশ
• ওই চিকিৎসা সামগ্রী উৎপাদনে পশ্চিমবঙ্গ ছিল ৭০ শতাংশ, এখন কমে হয়েছে ৭ শতাংশে
• এখন সেটা কমে মহারাষ্ট্রের অর্ধেকে এসে ঠেকেছে
• ১৯৬০ সালে বাংলার মাথাপিছু আয় মহারাষ্ট্রের ১৫০ গুণ ছিল
• এখন সেটা কমে দাঁড়িয়েছে ৩.৫ শতাংশ, এর জন্য কে দায়ী
• দেশ যখন স্বাধীন হয়েছিল, শিল্প ক্ষেত্রে বাংলার অবদান ছিল ৩০ শতাংশ
• আমরা ফের বাংলাকে সোনার বাংলা করার দিকে এগিয়ে যাব
• শুভেন্দু অধিকারীও আমাদের দলে যোগ দিয়েছেন
• আমরা সফরকালে অনেকে বিজেপিতে যোগ দিয়েছেন।
• ক্ষমতায় যাঁরা আছেন, তাঁরা এই দুর্নীতির বিষয়ে জানেন, কিন্তু তবু চুপ
• এর দায় কি রাজ্য সরকারের নয়?
• করোনার সময় কেন্দ্র যে খাবার পাঠিয়েছিল ৯ মাসের, তা হাওয়া হয়ে গিয়েছে
• ঘূর্ণিঝড়ে কেন্দ্র যে টাকা দিয়েছে, এ রাজ্যের শাসক দল তাতেও দুর্নীতি করেছে
• দুর্নীতিও রাজ্যে চরম পর্যায়ে উঠেছে
• রাজ্যে রাজনৈতিক হিংসা চরম পর্যায়ে পৌঁছেছে
• দুঃখের বিষয় হামলার পর রাজ্য নেতৃত্বের যে ধরনের প্রতিক্রিয়া প্রয়োজন ছিল, তেমনটা ছিল না
• তবে বিজেপি হামলার বদলে পাল্টা হামলা নয়, গণতান্ত্রিক পথেই এর জবাব দেবে
• যত এই রকম হামলা হবে, বিজেপির প্রতিজ্ঞা তত শক্তিশালী হবে
• এর জন্য দায়ী তৃণমূলের ক্ষমতার দম্ভ
• আমি মনে করি, এই হামলা শুধু বিজেপির উপর হামলা নয়, গণতন্ত্রের উপর হামলা
• আমরা বিজেপি নেতা-কর্মীরা মনে করি গণতন্ত্রে সবার আওয়াজ তোলার সুযোগ দেওয়া উচিত, সব রাজনৈতিক জনতার দরবারে পৌঁছতে পারে
• কিছু দিন আগে আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার সফরে তৃণমূলের কর্মীরা যে ভাবে হামলা চালিয়েছে, বিজেপি তার নিন্দা করে, ব্যক্তিগত ভাবেও আমি তার নিন্দা করি
• আজকের সাংবাদিক বৈঠকের সঙ্গেই আমার দু’দিনের পশ্চিমবঙ্গ সফর শেষ হচ্ছে
• সাংবাদিক বৈঠকে সবাইকে স্বাগত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy