বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• ‘হাতা খুন্তি নিয়ে রান্না করে দেবেন বিজেপিকে, আমি চাই মা বোনেরা সামনে থাকুন’, বললেন মমতা।
• বাংলার মেয়েদের ধর্ষণের হুমকি দিচ্ছে বিজেপি।
• বিজেপির কাছে মাথা নত করব না।
• ‘বাংলাকে গুজরাত বানাতে দেব না’, ফের হুঁশিয়ারি মমতার।
• বাংলায় বহিরাগতদের ঢুকতে দেব না, হুঙ্কার মমতার।
• কৃষকদের আন্দোলনকে আমাদের সমর্থন আছে, বললেন মমতা।
• বিজেপি পার্টিটাই ফেক হয়ে গিয়েছে, মন্তব্য মমতার। বিজেপিকে বিশ্বাস করবেন না।
• বিজেপির কোনও ভিডিও বিশ্বাস করবেন না, ফেক নিউজ তৈরি করে বিজেপি।
• টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি।
• আমি আপনাদের পাহারাদার। কোনও চিন্তা করবে না। আমি নেতা নই।
• খানাকুলে হাসপাতালে বাড়ছে শয্যার সংখ্যা।
• ‘টাকা দিলে টাকা নিয়ে নিন, কিন্তু ভোট বাক্সে ভোটটা উল্টে দিন’, বললেন মমতা।
• ‘হুগলির প্রতিটি আসন তৃণমূলকে দিন, ভুলভ্রান্তি থাকলে দেখে নেব’, বললেন মমতা।
• ‘বাংলা কিন্তু হ্যাংলা নয়, বাংলা সংস্কৃতিকে ভালবাসে’, মন্তব্য মমতা।
• ‘বাংলাকে অপমান করা হয়েছে, নেতাজিকে অপমান করা হয়েছে’, ভিক্টোরিয়া কাণ্ড নিয়ে বললেন মমতা।
• ভিক্টোরিয়া মেমোরিয়াল কাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা। তাঁকে অপমান করা হয়েছে, বলছেন তিনি।
• ‘যাঁরা চাইছেন, তাড়াতাড়ি চলে যান, ট্রেন ছেড়ে দেবে’, দলবদলুদের নিয়ে বললেন মমতা।
• ‘যাঁরা যাঁরা লাইন দিয়ে আছেন, তাঁরা ওঁদের পায়ে গিয়ে পড়ুন’, দলবদলুদের নিয়ে বললেন মমতা।
• বিজেপি একটি ওয়াশিং মেশিন। চোরগুলো বিজেপিতে গিয়ে সাদা হয়ে যাচ্ছে। অনেক টাকা করেছে, কালো টাকাকে সাদা টাকা করতে বিজেপিতে যাচ্ছে অনেকে।
• জুন মাস নয়, তারপরেও তৃণমূল সরকার বিনামূল্যে রেশন দেওয়া হবে।
• দুয়ারে সরকারের মাধ্যমে ১০ লক্ষ জাতি শংসাপত্র দেওয়া হয়েছে।
• উত্তরবঙ্গে যাওয়ার জন্য নতুন রাস্তার ব্যবস্থা করা হয়েছে।।
• স্বাস্থ্যসাথী কার্ডে কেউ চিকিৎসা করতে না চাইলে পুলিশকে জানান।
• আগে রাস্তাঘাট ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে হুগলিতে।
• মেশিনের অভাবের জন্য অস্থায়ী স্বাস্থ্যসাথী কার্ড।
• ২-৩ বছরের মধ্যে বন্যা রোধে ব্যবস্থা।
• কেউ গাছ থেকে পড়েই নেতা হয় না, বললেন মমতা।
• আমার বুথ কর্মীদের জন্য আজকের সভা।
• সভায় মহিলাদের উপস্থিতি নজরে পড়ার মতো, স্বতঃস্ফুর্ত সাড়া মহিলা সমর্থকদের।
• বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• সভাস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• পুরশুড়ার সভা মঞ্চে বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম।
পুরশুড়ায় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে নন্দীগ্রামের জনসভা থেকে তিনি ঘোষণা করেছিলেন ভোটে লড়ার। কিন্তু হুগলিতে লোকসভা ভোটে ভাল ফল করেছে বিজেপি। এ বার সেখানেই জনসভায় তৃণমূল দলনেত্রী কী বক্তব্য রাখছেন, সে দিকেই সবার নজর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy