বি আর অম্বডেকরকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়ে দেশ জুড়ে ধিক্কার কর্মসূচির ডাক দিয়েছিল সিপিএম, সিপিআই, সিপিআই (এম-এল) লিবারেশন, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি। রাজ্যেও তারা জেলায় জেলায় স্থানীয় ভাবে নানা কর্মসূচি নিয়েছিল। বাম দলগুলির ডাকা সেই সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবেই সোমবার কলকাতায় সিপিআইয়ের ঢাকুরিয়া আঞ্চলিক কমিটির ডাকে প্রতিবাদ মিছিল ছিল।

অম্বেডকর নিয়ে সিপিআইয়ের প্রতিবাদ। কলকাতায় —নিজস্ব চিত্র।
প্রতিবাদ মিছিলের পরে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে পথসভাও হয়েছে। মিছিলে ছিলেন সিপিআইয়ের পুর-প্রতিনিধি মধুছন্দা দেব, দলের নেতা গোপাল চক্রবর্তী, দিলীপ নাইয়া প্রমুখ। সভায় বক্তৃতা করেছেন সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেব। দলের নেতৃত্ব বিভিন্ন ঘটনার সূত্রে বিজেপির বিরুদ্ধে সংবিধানকে আক্রমণ এবং গণতান্ত্রিক অধিকার ধ্বংসের চেষ্টার অভিযোগ তোলেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)